Saturday, October 20

মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ৬১ বিদেশি বন্ধুকে সম্মাননা

বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এবার ৬১ বিদেশি বন্ধুকে সম্মান জানাচ্ছে বাংলাদেশ। তাদের সম্মান জানানোর জন্য তৃতীয় পর্বের অনুষ্ঠান শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধুদের হাতে �বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা� ও �মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা� তুলে দিচ্ছেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য তৃতীয় পর্বের এ অনুষ্ঠানে ১৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হলেও ৬১ জন উপস্থিত রয়েছেন।

এবার �বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা� পাচ্ছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রী আই কে গুজরাল এবং নেপালের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত গিরিজা প্রসাদ কৈরালা। বাকী বন্ধুরা পাচ্ছেন �মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা�।

ব্যক্তিপর্যায়ে এবারের সম্মাননা পাচ্ছেন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, ইতালী অষ্ট্রেলিয়া ও ভিয়েতনামের নাগরিক।

এরা হচ্ছেন- ভারতের দিলীপ চক্রবর্তী, নারায়ন দেশাই, মানষ ঘোষ, আফজাল হোসেন, আহম্মদ হোসেন, হিরন্ময় কার্লেকার, অঞ্জলী লাহিড়ী, ড. অশোক মিত্র, পঙ্কজ সাহা, ক্যাপ্টেন (অব.) এম এন আর সামন্ত, প্রফেসর তরুণ স্যানাল, পবিত্র সরকার, রবীন সেনগুপ্ত, বিগ্রেডিয়ার সান সিং (মহাবীর চক্র), কর্নেল (অব.) অশোক তারা (বীরচক্র), উপেন তরফদার, প্রয়াত মনসুর আলী, প্রয়াত বেগম গৌরী আইয়ুব, প্রয়াত কাইফি আজমী, প্রয়াত দীপেন্দ্র বন্দোপাধ্যায়, প্রয়াত শিবনাথ ব্যানার্জী, প্রয়াত অনিল ভট্টাচার্য, প্রয়াত ভূপেন দত্ত ভৌমিক, প্রয়াত ডা. শিশির কুমার বসু, নীরেন্দ্র নাথ চক্রবর্তী, প্রয়াত নৃপেন চক্রবর্তী, প্রয়াত মৈত্রেয়ী দেবী, বি বি দত্ত, শহীদ ল্যানস নায়েক আলবার্ট এক্কা (পরম বীর চক্র), সন্তোষ কুমার ঘোষ, প্রয়াত ড. ফুলরেণু গুহ, প্রয়াত ভূপেশ গুপ্ত, গোবিন্দ হালদার, প্রয়াত কল্পনা দত্ত জোশী, প্রয়াত মাওলানা আবদুল লতিফ, প্রয়াত গৌরি প্রসন্ন মজুমদার, প্রয়াত দিলীপ মুখার্জী, প্রয়াত ব্রিগেডিয়ার টম পান্ডে (মহাবীর চক্র), প্রয়াত জগজীবন রাম, প্রয়াত চন্দ্র রাজেম্বর রাও, প্রয়াত প্রফেসর নীহার রঞ্জন রায়, প্রয়াত ক্যাপ্টেন উইলিয়ামসন সাংমা, প্রয়াত প্রণবেশ সেন (আকাশবানী), প্রয়াত ড. ত্রিগুনা সেন, প্রয়াত অমিয় তরফদার, যুক্তরাজ্যের শশাঙ্ক ব্যানার্জি, স্যার উইলিয়াম মার্ক টালি, প্রয়াত ডোনাল্ড চেজওয়ার্থ, ভিয়েতনামের মাদাম বিন, অষ্ট্রেলিয়ার ক্লিফটন ও প্রয়াত ডা. জিওফ্রে ডেভিস, মার্কিন যুক্তরাষ্ট্রের জোয়ান এ ডাইন, টমাস এ ডাইন, সুইডেনের লারস লিজনবার্গ, ভেন স্ট্রমবাগ এবং ইতালীর ফাদার মারিনো রিগান।

এছাড়াও সম্মাননা পেতে যাচ্ছেন পশ্চিম বাংলার সর্বাধিক জনপ্রিয় পত্রিকার আনন্দবাজার এবং এর মালিক অভীক সরকার ও শ্রী রমেশ চন্দ্র ও বিশ্ব শান্তি পরিষদ।উল্লেখ্য, মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখা গত বছর ২৫ জুলাই থেকে বিদেশি বন্ধুদের সম্মানিত করার কাজ শুরু হয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে �বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা� (মরণোত্তর) প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া শুরু হয়েছিল বিদেশি বন্ধুদের। পরবর্তীতে এই শিরোনামে আর কাউকে সম্মাননা দেয়নি সরকার।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়