Tuesday, October 23

ঈদ উপলক্ষে হাসিনা-খালেদার শুভেচ্ছা বিনিময়

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ঈদ কার্ডের মাধ্যমে কোরবানির ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেন সোমবার দুপুরে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে গিয়ে তার একান্ত সচিব সালেহ আহমেদের কাছে ঈদ কার্ড পৌঁছে দেন।

পরে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরুতুজ্জামান প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে আখতার হোসেনের হাতে খালেদা জিয়ার ঈদ কার্ড পৌঁছে দেন।

দীর্ঘদিন দুই নেত্রী মুখোমুখি না হলেও প্রতি ঈদের আগে তারা কার্ড পাঠিয়ে পরস্পরে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। ফেয়ার নিউজ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়