নিজস্ব প্রতিবেদকঃ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শারদীয় দূর্গাপুজা কানাইঘাটের ২৮টি মন্ডপে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হচ্ছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। সরজমিনে বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে আবদ্ব হয়ে হাজারো হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ অষ্টমীর দিনে দেবী দুর্গার স্বান্ধিদ্ব লাভ করার জন্য ধর্মীয় আরাধনা করে যাচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ২৮ টি মন্ডপে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দিকে গত রবি ও সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, ওসি (তদন্ত) মহসিন আলম রাতভর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পূর্ণ্যার্থীরা সর্বত্র প্রতি বছরের ন্যায় এবারও কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় সম্প্রীতির মেলবন্দনে পূজা উজ্জাপিত হচ্ছে বলে জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়