Sunday, September 30

কানাইঘাটে সার্ভেয়ার ও তহসিলদারকে লাঞ্ছিতের ঘটনা ॥ যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা রেকর্ড

গত বৃহস্পতিবার কানাইঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মীর মোঃ আব্দুল্লার হাতে কানাইঘাট ভূমি অফিসের সার্ভেয়ার লাঞ্চিত এবং বড়চতুল ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে তার নিজ অফিসে অবরুদ্ধ করে সরকারী কাজে বাঁধা প্রদানের অভিযোগে কানাইঘাট থানায় দায়েরকৃত অভিযোগটি গতকাল শনিবার রেকর্ড করেছে পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার যুবলীগ নেতা আব্দুল্লাহর নেতৃত্বে তার সহযোগিরা জমি সক্রান্ত একটি রিপোর্ট দেওয়াকে কেন্দ্র করে প্রথমে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নূরুল ইসলামকে লাঞ্চিত করে। পরে আব্দুল্লাহ একই গঠনার সূত্র ধরে চতুল বাজারে অবস্তিত স্থানীয় ইউনিয়ন ভুমি অফিসে চড়াও হয়ে অফিস কে তহসিলদার মতিউররহমানকে অবরোদ্ব করে রাখে। অফিসের কাগজপত্র তছনছ এবং সরকারী কাজে বাঁধা প্রদান সহ বিভিন্ন অভিযোগ এনে আব্দুল্লাহ ও তার ২ সহযোগির বিরোদ্বে থানায় ঔ দিন রাতে নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন দুই সরকারী কর্মকর্তাকে লাঞ্চিত এবং ভূমি অফিস অবরোদ্ব করে রাখার গঠনার সাথে জড়িতদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইকে নির্দেশ দেন। ও সি আব্দুল হাই ছুটিতে থাকায় তহসিলদার মতিউররহমান কতৃক দায়েরকৃত অভিযোগের বিষয়টি  প্রথমে ওসি (তদন্ত) মহসিন আলম স্থানীয় সাংবাদিকদের কাছে অস্বীকার করলেও পরবর্তীতে গতকাল যুবলীগ নেতা আব্দুল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত মামলা রেকর্ডের সত্যতার কথা সীকার করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়