প্রস্তাবিত অনলাইন গণমাধ্যম নীতিমালা বাতিলের দাবীতে সিলেটে মানববন্ধন করেছে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট (ওজাস)। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক ধারাসমূহ বাতিলের দাবী জানান। তারা বলেন সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অঙ্গিকারাবদ্ধ। কিন্তু প্রস্তাবিত অনলাইন গণমাধ্যম নীতিমালা ডিজিটাল বাংলাদেশ’ এর ধারনাকে বাধাগ্রস্থ করবে। মানববন্ধনে অংশ নিয়ে সিলেটের অনলাইন পত্রিকার সাংবাদিকরা বলেন অনলাইন গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করার চেয়ে মাত্রারিক্ত করারোপ করে সরকার এ খাতটিকে তার আয় বৃদ্ধির উৎস হিসেবে বিবেচনা করছে। এতে পেশাদার সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবেন। আর অপেশাদার কালো টাকার মালিকদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে।
মানবচবন্ধনে স্বাগত বক্তব্য রাখেন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট (ওজাস) এর সভাপতি কবি মুহিত চৌধুরী। ওজাস’র সাধারণ সম্পাদক ও সিলেট টুডে ডট কম এর সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আজিজুল মালিক চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, সিলেট নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক খালেদ আহমদ, ডেইলী আমার সিলেট ডট কম এর সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু ও দৈনিক সিলেটের ডাক এর সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার নূর আহমদ, বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিলেট প্রতিনিধি সাব্বির আহমদ, সিলেট খবর টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক গোলজার আহমদ হেলাল, সিলেট এক্সপ্রেস ডট কম এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মুহিত দিদার, সিলেট রিপোর্ট ডট কম এর সম্পাদক রুহুল আমীন নগরী, জাস্ট নিউজ বিডি ডট কম এর সিলেট প্রতিনিধি শুয়াইবুল হাসান, রোটারিয়ান জাহেদ আহমদ, ওমর মাহবুব, আজকের সিলেট ডট কম এর সম্পাদক এম জে এইচ জামিল, ডেইলী নিউ সিলেট ডট কম এর সম্পাদক হুমায়ুন কবীর লিটন, দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার আনহার নবী, কানাইঘাট নিউজ টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক মাহবুবুর রশিদ প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়