Saturday, September 15

রিমি নৌকা, আফসারউদ্দীন মোরগ, বাদলের কাস্তে প্রতীক বরাদ্ধ

ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি নৌকা, অ্যাডভোকেট আফসারউদ্দীন মোরগ, সিপিবি প্রার্থী অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল কাস্তে প্রতীক পেয়েছেন।নির্বাচন কমিশন আজ শুক্রবার গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করেছেন । সূত্র জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। গত ২৩ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।এ আসনে মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন। ১০২টি ভোটকেন্দ্রের ১৭২টি কক্ষে ভোট নেয়া হবে।উল্লেখ্য,আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করায় গত ৭ জুলাই আসনটি শূন্য ঘোষিত হয়। সংবিধান অনুসারে শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুসারে আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোহেল তাজের পদত্যাগের পরিপ্রেক্ষিতে এ আসনের উপ-নির্বাচনে ইসির তফসিল ঘোষণার পর শহীদ তাজউদ্দীন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমিকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগ। ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়