ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি নৌকা, অ্যাডভোকেট আফসারউদ্দীন মোরগ, সিপিবি প্রার্থী অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল কাস্তে প্রতীক পেয়েছেন।নির্বাচন কমিশন আজ শুক্রবার গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করেছেন । সূত্র জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। গত ২৩ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।এ আসনে মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন। ১০২টি ভোটকেন্দ্রের ১৭২টি কক্ষে ভোট নেয়া হবে।উল্লেখ্য,আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করায় গত ৭ জুলাই আসনটি শূন্য ঘোষিত হয়। সংবিধান অনুসারে শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুসারে আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোহেল তাজের পদত্যাগের পরিপ্রেক্ষিতে এ আসনের উপ-নির্বাচনে ইসির তফসিল ঘোষণার পর শহীদ তাজউদ্দীন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমিকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগ। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়