দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ৮৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশের মেয়েরা ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৬৯ রানেই থেমে যায় ইনিংস।৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয় নি তাদের। দক্ষিণ আফ্রিকার বোলারদের আঁটোসাটো বোলিংয়ের বিপক্ষে রান তুলতে রীতিমত লড়াই করতে হয়েছে লতা মন্ডল, সালমা খাতুনদের। ৩৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।এরপর বাংলাদেশেল হাল ধরে ফারজানা হক পিঙ্কি (২৩)। পনেরতম ওভারে ত্রিশা ছেট্টিকে দারুণ এক ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান তিনি। কিন্তু পরের ওভারের শেষ বলে সুনীতি লুবসারের বলে সান্দ্রে ফ্রিটজের ক্যাচ আ্উট হলে ভীষণ বিপদে পড়ে স্বাগতিকরা। ফারজানার বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। ডেন ভ্যান নিকার্ক ৯ রানে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার নির্বাচিত। অতিথি দলের দুই উদ্বোধনী বোলারের ৮ ওভার থেকে আসে কেবল ১০ রান।উদ্বোধনী ব্যাট করতে নেমে প্রায় একাই খেলতে হয়েছে অধিনায়ক মিগনন দু প্রিজকে । বাংলাদেশী মেয়েদের মারাত্মক বোলিংয়ের মুখে মিগনন ছাড়া কেবল মারিজান্নে কাপ পৌঁছান দুই অঙ্কের কোঠায়। এ দুজন ছাড়া বাকি নয় জনের অবদান কেবল ১৩ রান।আফ্রিকার চতুর্থ উইকেটে মারিজান্নের (২১) সঙ্গে মিগননের ৪৪ রানের জুটি বাধে যা বড় ধরনের একটা ইনিং হতে পারতো । কিন্তু দলীয় ৭৫ রানের মাথায় মারিজান্নে বোল্ড হয় আয়েশার বোলে। মারিজান্নের বিদায়ের পর মাত্র ১০ রানে ৬ উইকেট হারিয়ে ৮৫ রানে গুটিযে যায় তাদের ইনিং। দলীয় ৮০ রানে বিদায় নেয়ার আগে মিগনন করেন ৪৮বলে ৫০ রান। বাংলাদেশের পক্ষে আয়েশা (৩/৪) ও কুবরা (৩/১৪) তিনটি করে উইকেট নেন। এছাড়া লিলি ১৮ রানে নেন ২ উইকেট।ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়