মহানবী হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ (স.) কে কটাক্ষ করে নির্মীত ইসলাম বিরোধী চলচ্চিত্রকে কেন্দ্র করে তৈরি বিক্ষোভ আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় পুলিশের গুলিতে নিহত হয়েছে ৪ জন। আর মিসরে দুপক্ষের সংঘর্ষে আড়াইশোরও বেশি আহত হয়েছে। এদিকে, মার্কিন নাগরিকদের রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পররাষ্ট্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।কথিত আরব বসন্তের পর আবারো উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মহানবী হজরত মুহাম্মদকে (স.) কে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্রকে কেন্দ্র করে এবার প্রতিবাদ-আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মিসর, লিবিয়া, ইয়েমেন, তিউনিসিয়া, ইরাক, ইরান, মরক্কো ও সুদান। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের বাইরে চলছে বিক্ষোভ। মিসরের রাজধানী কায়রোর দূতাবাস এলাকায় কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছিল। এবার তা অন্যান্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে আড়াইশ�র বেশি লোক। অনেককে আটকও করা হয়েছে।ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ করে মার্কিন পতাকা পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের গুলিতে নিহত হন ৪ জন, আহত হয়েছেন প্রায় অর্ধশত।মার্কিনবিরোধী স্লোগানে মুখরিত ইরান ও লেবাননের রাজপথও। বিক্ষোভ চলছে তিউনিসিয়াও।এদিকে, লিবিয়ায় মার্কিন দূতাবাসে হামলা ও রাষ্ট্রদূত নিহত হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান নতুন প্রধানমন্ত্রী মুস্তাফা আবু শাগুর।অপরদিকে, মার্কিন নাগরিকদের রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়