কাওছার আহমদ ঃ কানাইঘাটে বন্যার পানি কমলেও রাস্তাঘাট নিয়ে বেকায়দায় পড়েছে আড়াইলাধিক মানুষ। বিভিন্ন রাস্তায় খানাখন্দ ছাড়াও ভাঙ্গন দেখা দিয়েছে। কোথাও আবার কাঁচা রাস্তা ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে, বিশেষ করে গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে নতুন বরাদ্ধ না এলে তিগ্রস্ত বিশেষ রাস্তাগুলো সংস্কার হচ্ছে না। কানাইঘাটে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঠিক কী পরিমাণ তি হয়েছে, তা এখনও নিরুপণ করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। সংশ্লিষ্টরা ধারনা করছেন, কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে পৌরসভাসহ ৫টি ইউনিয়নের রাস্তাঘাট সবচেয়ে বেশি তিগ্রস্ত হয়েছে। সদর ইউনিয়ন, ১নং লীপ্রসাদ পূর্ব, ২নং লীপ্রসাদ পশ্চিম, ৪নং সাঁতবাক, ৩নং দিঘীরপাড় ও সদর ইউনিয়নের কাঁচা ও পাকা রাস্তা প্রায় সবকটি তিগ্রস্ত হয়েছে। সওজের সিলেট উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ শামীম আল মামুন জানান, বন্যার পানি পুরোপুরি নামেনি। গ্রামীন অনেক রাস্তা এখনও পানির নিচে। এ কারনে বন্যায় তিগ্রস্ত রাস্তাঘাটের পরিমাণ নিরুপণ করা সম্ভব হচ্ছে না। পানি কমলে ওই তিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা হবে। কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এবারের ভয়াবহ বন্যায় উপজেলায় সবকটি কাঁচা ও পাকা রাস্তা ভেঙ্গে গেছে। বিশেষ করে ১, ২, ৩, ৪, ও সদর ইউনিয়নের রাস্তাগুলো বানের পানিতে ভেঙ্গে যাওয়ায় জনদুুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এমতাবস্থায় দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে কৃপাদৃষ্টি কামনা করছে উপজেলাবাসী।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়