Thursday, June 7

জামিন পেলেন ফখরুলসহ ১৮ দলীয় ৩০ নেতা

বৃহস্পতিবার অবশেষে জামিন পেয়েছেন হরতালে গাড়ি পোড়ানোর মামলায় আটকবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩০ জ্যেষ্ঠ নেতা।গতকাল দুপুরে শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফ আর এম নাজমুল আহাসানের হাই কোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে। এর আগে এ মামলার কারাবন্দি আসামিদের মধ্যে বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়ে বাকি ৩০ জনের বিষয়ে রুল জারি করে আদালত।জোট নেতাদের আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এটা নিয়মিত জামিন। বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, এই জামিনের ফলে তাদের মুক্তি পেতে এখন আর কোনো বাধা থাকল না। তাদের কেন নিয়মিত জামিন দেওয়া হবে না সরকারের কাছে তা জানতে চাওয়া হয় ওই রুলে। বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এম ইলিয়াস আলীকে �গুমের� প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ। এরপর ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা ২১ মে গ্রহণ করেন বিচারক।
জোট নেতারা আগাম জামিনের আবেদন করলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়। এরপর মহানগর দায়রা জজ আদালতও জোট নেতাদের জামিন আবেদন নাকচ করে দিলে তার বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন তারা। গত ১৬ মে জামিনপ্রাপ্ত পাঁচ সংসদ সদস্য হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও এলডিপি চেয়ারম্যান অলি আহমদ। সূত্র:-ফেয়ার নিউজ আপলোড তারিখ : 2012-06-07

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়