Thursday, June 7

কানাইঘাটে বিএনপি”র ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট দাখিল

দেশ ব্যাপী বিরোধী দলের ২৩এপ্রিল সকাল সন্ধ্যা হরতাল চলাকালে কানাইঘাটে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী কর্তৃক এক শ্রমিকলীগ কর্মীর অটোরিক্সা ভাংচুরের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে ১৪৩/৩৪১/৪২৭/৩২৩ দঃবি আইনে চার্জশীট দাখিল করেছে কানাইঘাট থানা পুলিশ। মামলাটি আপোষ নিষ্পত্তির পরও আদালতে চার্জশীট দাখিলের ঘটনায় দলের সাধারণ নেতাকর্মীরা দায়িত্বশীল নেতৃবৃন্দকে দোষারোপ করছেন। তাদের অভিযোগ বিএনপি নেতৃবৃন্দের গাফলতি ও অবহেলার কারণেই মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। জানা যায়, গত ২৩এপ্রিল সরকার বিরোধী হরতাল চলাকালে কানাইঘাট পৌর শহরের দারুল উলুম মাদ্রাসার পশ্চিমের বুরহান উদ্দিন সড়কে একটি অটোরিক্সায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙ্গচুরের ঘটনায় অটোরিক্সার চালক শ্রমিকলীগ নেতা জুনেদ হাসান জিবান বাদী হয়ে ঐ দিন বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ী ভাংচুর ও তাকে মারপিট করার অভিযোগ এনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। গত ৩১মে মামলাটির চার্জশীট আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এস.আই.ওয়াহিদ। চার্জশীটভুক্ত আসামীরা হলেন, পৌর বিএনপি’র সহসভাপতি আব্দুল মালিক, বিএনপি’ নেতা জসীম উদ্দিন, আজির উদ্দিন ভেড়া, টুনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, পৌর ছাত্রদলের সেক্রেটারী রুহুল আমিন, ছাত্রদল নেতা আসাদ, জাহাঙ্গীর, যুবদল নেতা মাহবুবুর রহমান, জামাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, রুমান সিদ্দিকী, যুবদল নেতা শাহাব উদ্দিন, কিবরিয়া, সেলিম আহমদ। এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়