Sunday, July 1

রোববার ইউরোর ফাইনাল ॥ মুখোমুখি স্পেন-ইতালি

মারিও বালোতেল্লির অসাধারণ দুটি গোল, আর গোলপোস্ট রক্ষায় দারুণ জিয়ানলুইজি বুফন দ্বিতীয় সেমিফাইনালের দৃশ্য ছিল এরকম। এই দুইয়ের যোগফলে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে ইতালি। রোববার চূড়ান্ত লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন স্পেন । গত বৃহস্পতিবার ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ইতালির জয় হয়েছে ২-১ ব্যবধানে। এদিকে অনন্য নজিরের সামনে স্প্যানিশ কোচ ভিসেন্টে ডেল বস্ক। রোববার কিয়েভের ফাইনাল জিততে পারলেই স্পেনের কোচ পূর্ণ করবেন ট্রফি জয়ের বৃত্ত। ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ। দেশের হয়ে বিশ্বকাপ।আর এবার ইউরো জয়ের হাতছানি ।বিশ্বাসী ডেল বস্কের কথায়, �আমি শুধু দেখাতে চাই ফুটবল খেলার স্টাইল। আমরা মনেপ্রাণে চাইছি এই স্টাইল দেখাতে। এবং জিতে ইতিহাস রচনা করতে চাই।�সেমি ফাইনালে পর্তুগালকে হারিয়ে ডেল বস্ক জানিয়েছিলেন, �আমরা ইতিমধ্যে যা কিছু অর্জন করেছি তাতে সকলের গর্ব করা উচিত। এবং ফাইনালে আমাদের জিতে সেই সংখ্যাকেই আরও বাড়ানো উচিত।� এদিকে ইতালির বিরুদ্ধে গ্র�প পর্যায়ে খেলে এসেছে স্পেন। সেই খেলা ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়।ডেল বক্স বলেন, ফাইনালে �আমাদের খেলা অন্য পর্যায়ে যাবে। ইতালি হলো অভিজ্ঞ। আন্দ্রে পিরলো, ড্যানিয়েল দি রসিরা মাঝমাঠের মূল। আর ওদের আক্রমণের মেরুদণ্ড হল বালোতেলি এবং পিরলোর মধ্যে বোঝাপড়া।� ইতালি চারবার বিশ্বকাপ জিতেছে তাই ফাইনালে নিজেদের এগিয়ে রাখতে নারাজ ডেল বস্ক রেকর্ড গড়াকে কঠিনই মনে করছেন। এদিকে জার্মানিকে হারানোর পর ইতালির আক্রমণ দেখে কিছুটা পিছিয়ে স্পেন। রোববারের কিয়েভে ফাইনালে নামার আগে স্পেনের মধ্যমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় ফ্যাবেগাস বলেছেন, �ইতালির আক্রমণে বৈচিত্র্য আছে। দুজন সেরা স্ট্রাইকার দলে। একজন বালোতেলি, কোথা থেকে গোল করে দেবে তা বোঝা দায়। আর কাসানোর মতো বুদ্ধিমান স্ট্রাইকার ইউরো কাপে দেখা যায়নি।�ইতালির রয়েছে পিরলোর মতো ফুটবলার। রয়েছে মারচিসও মানের ফুটবলার, ফলে মাঝমাঠের দ্বৈরথও কিন্তু কম হবে না ইতালি খেলা দিনের পর দিন উন্নতি হয়েছে। আবার অন্যদিকে স্পেনের রয়েছে বিশ্বের সেরা মধ্যমাঠের খেলোয়াড়। কিন্তু চিন্তার বিষয়হলো মধ্যমাঠের ইনিয়েস্তা ফর্মে থাকলেও ফর্মে নেই আরেক অসাধারণ খেলোয়াড় চেভি। স্পেনকে ফাইনালে মধ্যমাঠের নিয়ন্ত্রিণ রাখতে হলে চেভির ফর্মে ফিরে আসা খুবই দরকার।আর আক্রমণভাগে স্পেনের কোচ দলের মূল স্টাইকার ফার্নান্দোজ তরেসকে খেলায় কিনা তা দেখার বিষয়। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়