শনিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আজ আপনাদের সামনে কথা বলতে আসিনি। আপনাদের দুঃখের দিনে পাশে দাঁড়াতে এসেছি। আপনারা বিপদে ধৈর্য হারাবেন না। আমরা আপনাদের বিপদে আপদে সবসময় পাশে আছি।এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, আবদুল�াহ নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, ডা. এজেড এম জাহিদ হোসেন, চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, জিয়াউর রহমান ফাউন্ডেশনে সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।তিনি আরো বলেন, এ সরকার দেশ ও গরিব মানুষের জন্য কিছু করছে না। তারা লুটপাটে ব্যস্ত। এই বিপদের সময়ও তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি। তারা সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এরা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হবে না। তাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার বসাতে হবে।তিনি বলেন, যেসব পরিবারের সদস্যরা নিহত হয়েছেন তাদের সান্ত�না দিতেই ঢাকা থেকে আমাদের দলের সিনিয়র নেতাদের নিয়ে আমি চট্টগ্রামে এসেছি। আপনাদের এই দুর্দশা কিছুটা হলেও যেন কাটিয়ে উঠতে পারেন সেজন্যই আমাদের এই প্রচেষ্টা।তিনি বলেন, আগামীতে ক্ষমতায় এলে হাজার হাজার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবো। যুবক যুবতীরা যাতে মান সম্মানের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা হবে।এর আগে শনিবারসকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করেন খালেদা জিয়া। কুমিল�া-ফেনী হয়ে বেলা তিনটায় তিনি চট্টগ্রাম পৌঁছেন।রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করে রোববার সকালে ফেনী যাবেন বিরোধী দলীয় নেতা। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। আজ বিকেলে তিনি ঢাকায় ফিরে আসবেন। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়