Monday, June 4

কানাইঘাট প্রেসকাবের মানববন্ধন

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরী, সিলেট ব্যুরো চীফ ওয়েছ খসরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাসহ দেশব্যাপী সাংবাদিকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার বেলা ৩টায় পৌর শহরের ত্রিমোহনী পয়েন্টে কানাইঘাট প্রেসকাব এক মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানব জমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি ও প্রেসকাবের সহ-সভাপতি বাবুল আহমদের পরিচালনায় মানব বন্ধন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ লতিফ, বিএনপি নেতা কাউন্সিলার শরীফুল হক, জাতীয় পার্টি নেতা গিয়াস উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ হোসেন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আনোয়ার হোসেন, কানাইঘাট প্রেস কাবের সহ-সভাপতি আব্দুর রব, দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মাহবুবুর রশিদ, আব্দুন নূর, কাওছার আহমদ, বদরুল ইসলাম, সাংবাদিক এম.এ.বাবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, কানাইঘাট কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী হেলাল আহমদ, কানাইঘাট বাজার ুদ্র সমবায় সমিতির কোষাধ্য নজরুল ইসলাম রোকন, সদস্য ইব্রাহিম আলী প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়