কানাইঘাটে সুরমা ও লোভার পানি বৃদ্ধি হ্রাস পাওয়ায় কানাইঘাট পৌরসভা, ১নং লক্ষ্মীপ্রসাদ ইউপি, ২নং লক্ষ্মীপ্রসাদ ইউপি, চতুল ইউপি ও ৬নং সদর ইউপির বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন আশ্রয় শিবির থেকে বন্যার্ত লোকজন নিজ নিজ ঘর বাড়িতে ফিরে যাচ্ছেন। তবে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাতবাঁক ও দিঘীরপার ইউপির সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া রাজাগঞ্জ ও ঝিঙ্গাবাড়ী ইউপির নিুাঞ্চল ক্রমশ প্লাবিত হচ্ছে। এসব দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সাতবাঁক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, দিঘীপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী জানিয়েছেন দুর্গত লোকদের মাঝে যেসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তাহা মোটেও পর্যাপ্ত নয়। বাণবাসী এসব মানুষের জন্য জরুরী ভিত্তিতে সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তশালী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প থেকে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে বন্যা দুর্গত এলাকায় পশু খাদ্যেরও চরম সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন জানিয়েছেন এ পর্যন্ত সরকারী ভাবে প্রাপ্ত ৩৬ টন রিলিফের চাল ও নগদ ৮০ হাজার টাকা বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বন্যা দুর্গত মানুষের জন্য আরোও রিলিফ বরাদ্দের জন্য কর্তৃপ বরাবরে আবেদন জানানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের প থেকে নিয়োজিত ম্যাজিষ্ট্রেট মিনহাজ উদ্দিনের সাথে তিনি পুরো উপজেলায় ত্রাণ বিতরণ মনিটরিং করছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়