Friday, June 29

ফাইনালে ইতালি

বিশ্ব রেকর্ড টানা ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচজয়ী জার্মানিকে বিদায় করে ফাইনালে ইতালি।বৃহস্পতিবার ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ইতালির জয় হয়েছে ২-১ ব্যবধানে।ম্যাচের শুরু দুই দলই ভোল খেলতে থাকে। বল দখলের লড়াই ও আক্রমণে প্রতিপক্ষের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণাত্মক ফুটবলই খেলছিল সিজার প্রাণদেল্লির দল। আর বালোতেল্লি জার্মানির রক্ষণে ভীতি ছড়াচ্ছিলেন।প্রথমটি ২০ মিনিটে। সেটি আরেক �ব্যাড বয়� আন্তোনিও কাসানোর চিপ থেকে করা জোরালো হেডে। ১৫ মিনিট পরেই জার্মানদের ম্যাচ থেকে একরকম ছিটকে দিয়ে করেন দ্বিতীয় গোল। �আধেক জার্মান� রিকার্ডো মন্তোলিভোর লং বল খুঁজে নিয়েছিল ওত পেতে থাকা বালোতেল্লিকে। দারুণভাবে বল রিসিভ করে বক্সের সামান্য বাইরে থেকে আগুন ঝরানো শটে লক্ষ্য ভেদ করেন ২১ বছর বয়সী স্ট্রাইকার।রোববারের ফাইনালে ইতালির প্রতিপক্ষ স্পেন।
আপলোড তারিখ : 2012-06-29 খবর;-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়