Friday, June 1

কানাইঘাট আ’লীগের নতুন কমিটিতে কারা ঠাঁই পাচ্ছেন

নিজাম উদ্দিন/ কাওছার আহমদ:

কানাইঘাট উপজেলা আ’লীগের সম্ভাব্য নতুন কমিটিতে স্থান পাওয়ার জন্য আ’লীগ ও সাবেক ছাত্রনেতাদের প্রায় ডজন খানেক নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রত্যাশিত পদ পাওয়ার জন্য তারা জেলার সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিভিন্ন ভাবে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন। তবে কারা নতুন কমিটিতে ঠাঁই পাচ্ছেন এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘ ৭ বছর পর গত ২২ মে কানাইঘাট আ’লীগের দুই সদস্যের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেন জেলার নেতৃবৃন্দ। এ খবর কানাইঘাটে নেতাকর্মীদের কানে পৌঁছা মাত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। তাদের প্রত্যাশা নতুন এ কমিটিতে দলের ত্যাগী, পরিতি ও নবীনরাই অগ্রাধিকার পাবেন। দলীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা কমিটি কানাইঘাটের নতুন আহ্বায়ক কমিটি গঠনের ল্েয খসড়া রূপরেখা প্রণয়নের জন্য জেলার সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, পৌর মেয়র লুৎফুর রহমান, শিা ও সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ ও অধ্যাপক লুকমান আহমদকে দায়িত্ব প্রদান করেন। নেতৃবৃন্দ ১০দিন ধরে একটি শক্তিশালী কমিটি গঠনের রূপরেখা প্রণয়নের চেষ্টা করে যাচ্ছেন। এই খসড়া কমিটিতে অনেকের নাম থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত এ কমিটিতে কারা থাকছেন এ নিয়ে অনেকে দুঃশ্চিন্তায় রয়েছেন। নেতাকর্মীদের পছন্দের তালিকা ও সম্ভাব্য নতুন কমিটিতে স্থান পাওয়ার জন্য যারা লড়ছেনÑ জমির উদ্দিন প্রধান, অধ্য সিরাজুল ইসলাম, পৌর মেয়র লুৎফুর রহমান, নিজাম উদ্দিন আল-মিজান, জালাল আহমদ, রফিক আহমদ, সাবেক ছাত্রনেতাদের মধ্যে জামাল উদ্দিন, এডভোকেট আব্দুল খালিক, মাসুদ আহমদ, রিংকু চক্রবর্তী, এডভোকেট আব্দুস সাত্তার, আব্দুল হেকিম শামীম, নজির উদ্দিন প্রধান, বিলাল আহমদ, গিয়াস উদ্দিন, নাজমুল ইসলাম হারুন, সাহাবুদ্দিন, এডভোকেট কামরুল ইসলাম প্রমুখ। এদের মধ্যে হিট লিস্টে রয়েছেন-জমির উদ্দিন প্রধান, অধ্য সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন, এডভোকেট আব্দুস সাত্তার ও ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন। নতুন এ কমিটির রূপরেখা প্রণয়নের ব্যাপারে জমির উদ্দিন প্রধানের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, দলের দুঃসময়ে যারা পালিয়ে যায়নি এবং সুদিনে চরিত্র হারায়নি এ সকল নেতৃবৃন্দকে নিয়ে কমিটি গঠন হবে। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা জেলা নেতৃবৃন্দ এমন একটি কমিটি ঘোষণা করবেন যাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরতে পারবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়