Sunday, July 1

বিএনপি ক্ষমতায় গেলেই দেশ জঙ্গীবাদে পরিণত হয়: প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলেই দেশ জঙ্গীবাদে পরিণত হয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার দুপুরে টাঙ্গাইলে এক জনসভায় তিনি বলেন, বিএনপি-জামাত সরকারে থাকলে দেশে হত্যা ও নৈরাজ্য সৃষ্টি হয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। মহাজোট সরকারের সাড়ে তিন বছরে দেশের ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আর্থিক সামাজিক উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। বয়স্কভাতা , বিধবাভাতা ও মুক্তিযোদ্ধাভাতা বৃদ্ধি করা হয়েছে। গত তিন বছরে ১০ ভাগ দারিদ্র বিমোচন করা হয়েছে। কৃষক এখন ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারছে। যোগাযোগ ক্ষেত্রে রেলকে আরো জোড়ালো করতে আলাদা রেল মন্ত্রনালয় গঠন করা হয়েছে। বাজেটে রেলের জন্যে আলাদা বরাদ্দও দেয়া হয়েছে। বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল ষ্টেশন থেকে তারাকান্দি পর্যন্ত রেল পথের উদ্ভোধন উপলক্ষে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল ষ্টেশন মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বঙ্গবন্ধুসেতুর উদ্ভোধন করা হয়। তখন সেতুর উপর রেল লাইন ছিলনা। আমরা রেললাইন ও গ্যাস সহ বহুমুখি সেতু করেছিলাম। সে সময় বৃহত্তর ময়মনসিংহের সহজ যোগাযোগ ও তারাকান্দি সারকারখানায় উৎপাদিত সার স্বল্প সময়ে সরবরাহের জন্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে তারাকান্দি রেল পথের কাজ শুরু হয়। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় এসে রেল লাইনের কাজ বন্ধ করে দেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি যদি কাজ করতেন তাহলে আজ আমি এটা উদ্ভোধন করতে পারতামনা। শেখ হাসিনা বলেন, টাঙ্গাইল অনেক অবহেলিত ছিল। সেখানে চিফ জুডিশিয়াল আদালত ভবন ও বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আগামী ২০১৩ সালেই ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মান কাজ সমাপ্ত হবে। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষনাও দেন শেখ হাসিনা। আগামীতে ক্ষমতায় গেলে টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নিত, কমিউটার ট্রেন চালু ও টাঙ্গাইল কে সাংস্কৃতিক নগরী হিসেবে প্রতিষ্ঠা সহ নানা প্রতিশ্রতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর সভাপতিত্বে জনসভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার সার দিতে না পেরে ১৮ জন কৃষককে হত্যা করেছিল। আমরা বলেছিলাম ক্ষমতায় গেলে কৃষককে সরের পেছনে দৌড়াতে হবেনা। সার কৃষকের পেছনে দৌড়াবে। এখন তাই হচ্ছে। খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জার বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন। দেশে আজ কোনো অভাব নেই। গ্রামের অর্থনৈতিক গতি আজ চাঙ্গা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। জনসভায় বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান খান ফারুক বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে তারাকান্দি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রেল পথের উদ্ভোধন করেন। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়