আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে বাসা থেকে খাবার, কোরআন-হাদিস ও রাসুলের জীবনীগ্রন্থ সরবরাহের নির্দেশ দিয়েছেন ।চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আনোয়ারুল হক ও একেএম জহির আহমেদের সমন্বয়ে ৩ সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এসব আদেশ দেন।এছাড়া সাইদীর বিরুদ্ধে ১৫ জন সাক্ষীর দেওয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে রাষ্ট্রপক্ষের আবেদনের সঙ্গে ট্রাইব্যুনালে জমা দেওয়া পুলিশের প্রতিবেদন চেয়ে করা আসামিপক্ষের আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। সাঈদী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার কারণে ট্রাইব্যুনাল-১ এ তার অনুপস্থিতিতেই বিচার চলছে। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে চলছে শেষ সাক্ষী সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিনকে আসামিপক্ষের জেরা। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়