কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বন্যা কবলিত এলাকায় কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। আজ শনিবার দিনভর বিএনপি’র নেতৃবৃন্দ উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র কাড়াবাল্লা, দনা বাজার, মমতাজগঞ্জ বাজার, মুলাগুল বাজার, মুলাগুল নয়াবাজার, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী, সুরাইঘাট বাজার, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সড়কের বাজার, ৪নং সাঁতবাক ইউপি’র ইউপি কমপ্লেক্সে, বন্যা দুর্গত প্রায় ১৫শ দরিদ্র নারী-পুরুষের মাঝে জনপ্রতি ৫ কেজী করে চাল বিতরণ করেন। এছাড়া বিএনপি নেতৃবৃন্দ উপজেলার তিগ্রস্থ এসব এলাকা ঘুরে ঘুরে দেখে বন্যায় ক্ষতিগ্রস্থদের শান্তনা প্রদান করেন এবং যার যার সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। সরকারীভাবে অপ্রতুল ত্রাণসামগ্রী প্রেরণ করায় বিএনপি নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় এমপি হাফিজ আহমদ মজুমদার ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বন্যা দুর্গত এলাকার মানুষের খোজ-খবর না নেওয়ায় তীব্র নিন্দা জানান। আজ উপজেলা বিএনপির উদ্যোগে কানাইঘাট পৌরসভা, ৫নং বড়চতুল ইউপি, ৬নং সদর, ৭নং দক্ষিণ বাণীগ্রাম, ৮নং ঝিঙ্গাবাড়ী ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে অনুরূপভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।আজ পৃথক পৃথক ত্রাণবিতরণকালে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়কারী চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান মামুন রশিদ, বিএনপি নেতা সমশের আলম, আহমদ মোস্তফা, আলতাফ হোসেন, ফখর উদ্দিন চৌধুরী, রফিকুল হক মেম্বার, আব্দুল খালিক মোস্তফা, এবাদুর রহমান, নজরুল ইসলাম, আজিজুল হক মেম্বার, শাহজাহান সেলিম বুলবুল, শফিকুল হক তোতা, আব্দুস শহিদ মেম্বার, আব্দুর রাজ্জাক মেম্বার, কুতুব উদ্দিন মেম্বার, আজিজুল আম্বিয়া, ডাক্তার মাহমুদ হোসেন, জালাল উদ্দিন, আব্দুর রব, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ উদ্দিন সাজু, যুবদল নেতা জিএম কামাল, ফারুক আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, জয়নুল আবেদীন, জাকারিয়া সিদ্দিকী লিটন, ছাত্রদল নেতা ইকবাল আহমদ, আব্দুর রহমান, ওলিউর রহমান, মাসুম আহমদ, জকিগঞ্জ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু লেইছ প্রমুখ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়