Saturday, May 19

কানাইঘাটে পুলিশের হাতে মাদক ব্যবসায়ী ও জালনোটসহ দু’জন গ্রেফতার

কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ভারতীয় অফিসার্স চয়েস মদসহ এক মাদক ব্যবসায়ী ও জাল নোটসহ আরো এক যুবককে গ্রেফতার করেছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় মাদক বিক্রির সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইট থেকে থানার এস.আই আব্দুল ওয়াহিদ উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের কুড়ার পার গ্রামের মৃত আজব আলী’র পুত্র মাদক ব্যবসায়ী আব্দুন নুর (৪০) কে ৭৫০ এম.এল অফিসার্স চয়েস মদসহ গ্রেফতার করে পুলিশ। অপরদিকে গতকাল বেলা ২টায় স্থানীয় ভবানীগঞ্জ বাজারে একশত টাকার ১০টি জাল নোটসহ বাজারের লেসি আব্দুল হালিম (২৫) কে ব্যবসায়ীরা আটক করে। পরে গ্রাম চৌকিদার সাদ উদ্দিন স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান তোতা ও ইউপি সদস্য শরিফ উদ্দিন আব্দুল হালিম কে জাল নোটসহ থানায় সোপর্দ করেন। পৃথক এ দু’টি ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন মাদক ব্যবসায়ী আব্দুন নুর দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় এলাকায় মাদক ও গাঁজা বিক্রি করে আসছিল। সে কানাইঘাটের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাছে মদ ও নেশা জাতীয় দ্রব্য বিক্রি করত। পূর্বে তাকে হাতে নাতে মাদকসহ আটক করার জন্য আইন শৃঙ্খলাবাহীনি তার বাড়িতে অভিযান চালিয়ে ধরতে পারেনি। এলাকায় একটি মারামারির ঘটনায় মাদক ব্যবসায়ী আব্দুন নুর আহত হয়ে গত সোমবার কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ভর্তি থাকা অবস্থায় সে অভিনবভাবে মাদক বিক্রির সময় পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়