Saturday, May 19

১০ বছরেও সংস্কার হয়নি কানাইঘাট কমিউনিটি ক্লাব

কাওছার আহমদ:-

অর্ধশতাধিক বছরের প্রাচীন কানাইঘাট কমিউনিটি ক্লাব কার্যালয়টি প্রায় ১০ বছর ধরে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। অর্থের অভাবে বারবার উদ্যোগ নিয়েও সংস্কার করা যাচ্ছে না ক্লাবটি। জঙ্গল, ময়লা ও আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে বিলীন হয়ে যাচ্ছে ক্লাবটির নাম-নিশানা। জানা যায়, উপজেলার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাসহ ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ১৯৬১ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার নিরক্ষরতা দূরীকরণ, উন্নয়ন ও সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছিল এ প্রতিষ্ঠান। সাবেক ভূমিমন্ত্রী মরহুম আবদুস সালাম, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আবদুর রকিব, মরহুম ডা. আবদুল লতিফ ও মরহুম ফুরকান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির সার্বিক সহযোগিতায় ক্লাবটি এক সময় উপজেলার উন্নয়নের অগ্রদূত ছিল। বর্তমানে ভাংচুর অবস্থা থেকে ক্লাবটিকে বাঁচানোর জন্য সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়