Saturday, May 19

হরতালের সমর্থনে কানাইঘাটে বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ১৮দলীয় জোটের দেশব্যাপী আজকের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কানাইঘাট উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭টায় এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কানাইঘাট দক্ষিণ বাজারে এক পথ সভায় মিলিত হয়। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নূরুল হোসেন বুলবুল, যুবদলের আহবায়ক এম এ মন্নান, যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, সায়িক আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন প্রমুখ। সভায় বক্তারা বলেন, অবিলম্বে কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার না করলে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশব্যাপী অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়