জেলা সড়ক উন্নয়ন প্রকল্পভুক্ত কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন পর এলাকাবাসীর দাবীর মুখে শুরু হয়েছে। ইতিমধ্যে কানাইঘাট উত্তর বাজার বাসস্ট্যান্ড হতে চতুল বাজার পর্যন্ত সড়কের একাংশের সংস্কার কাজ প্রায় শেষের দিকে। অপর দিকে চতুল বাজার থেকে দরবস্ত-তামাবিল মহাসড়ক পর্যন্ত সড়কের অবশিষ্ট অংশের জরাজীর্ণ স্থানে সওজ সিলেট কর্তৃক গত ৫ মে থেকে ব্যাটস, বালি ও পাথর দ্বারা সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় জনদূর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনগুরুত্বপূর্ণ দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক সংস্কার ও প্রশস্থ করণের কাজ শুরু হয়। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থের অভাব ও গাফলতির কারণে রাস্তাটির উন্নয়নমূলক কাজ মাঝপথে এসে বন্ধ হয়ে যায়। ফলে জনগণের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটি জরাজীর্ণ হয়ে পড়লে সড়কে যান চলাচলে বিঘœ সৃষ্টি হওয়ার কারণে স্থানীয় জনগণ ফুঁসে উঠেন। গত কয়েকমাস ধরে রাস্তাটির জরাজীর্ণ অংশ দ্রুত সংস্কারের দাবীতে কানাইঘাট-দরবস্ত রাস্তা উন্নয়ন সংগ্রাম পরিষদ ও কানাইঘাট-জৈন্তাপুর উপজেলার ১৭ পরগনা সালিশ সমন্বয়ন কমিটির ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জনদূর্ভোগের কথা বিবেচনা করে দুই উপজেলার প্রশাসন ও ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন-নিবেদন করেন। এরই প্রেক্ষিতে প্রাথমিকভাবে সিলেট সড়ক ও জনপথের উদ্যোগে রাস্তাটির গর্তস্থানে ইট, পাথর ও বালু ফেলা হয়। গত ১৫ মে ১৭ পরগনার উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়। পরে দুই উপজেলার প্রশাসন সড়ক ও জনপথ সিলেটের উর্ধ্বতন কর্মকর্তারা ১৭ পরগনার নেতৃবৃন্দের নিয়ে দু’দফা বৈঠকে বসেন। রাস্তার সংস্কার কাজ দ্রুত শুরু হবে প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করা হয়। জনগুরুত্বপূর্ণ এ সড়কটির বর্তমান বাস্তব প্রেক্ষাপট তুলে ধরে জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যোগাযোগ সচিব ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সাথে কথা বলেন। মোস্তাক আহমদ পলাশ জানিয়েছেন, অর্থমন্ত্রী, যোগাযোগ সচিব ও সংসদ সদস্য হাফিজ মজুমদার সড়কটির সংস্কারের জন্য দ্রুত অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে সওজের উদ্যোগে প্রাথমিক ভাবে সংস্কার কাজ শুরু হয়েছে, শুকনো মৌসুমে রাস্তাটির প্রশস্তকরণসহ পাকাকরণের কাজ সম্পন্ন হবে তিনি বলেন। এ ব্যাপারে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, ইতিমধ্যে সওজ সিলেটের উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে। অর্থপ্রাপ্তির পর রাস্তাটির চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন হবে। এক্ষেত্রে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা ও ধৈর্য্যধারণের অনুরোধ জানিয়েছেন। অপরদিকে ১৭ পরগনার নেতৃবৃন্দ ও রাস্তা উন্নয়ন সংগ্রাম পরিষদের সচিব মাওঃ আবুল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, রাস্তার কাজ দ্রুত সম্পন্ন হবে প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে ১৫ মে’র হরতাল কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি। আশা করি সরকার এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষিত দাবী এ সড়কটির প্রশস্তকরণসহ পাকাকরণের কাজ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসবেন। সড়কটির সংস্কার কাজে বিলম্ব হলে আবারো আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান।
alhamdullih
ReplyDelete