দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চুকিয়ে বিয়ে করলেন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আলতোর নিজ বাড়িতেই ছোটখাট অনুষ্ঠান করে শনিবার প্রিসিলা চ্যানের সাথে দীর্ঘ দিনের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন মার্ক।অনুষ্ঠানটিও ছিল বেশ চমকপূর্ণ এবং সারপ্রাইজিং। কারণ নিমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে এসেছিলেন চ্যানের গ্র্যাজুয়েশন সমাপ্তি উদযাপন করতে। এসে দেখলেন অনুষ্ঠানটি তাদের বিয়ে উপলক্ষে।মার্ক-চেনের বিয়ে নানা কারণে শুভলগ্নের। কারণ এরই মধ্যে মার্কের প্রতিষ্ঠান ফেসবুকের শেয়ার মূল্যমান আকাশ ছোঁয়া। আরেকদিকে তার স্ত্রী চ্যানের গ্র্যাজুয়েশন শেষ হতে যাচ্ছে।একইভাবে সোমবার মার্কের ২৮তম জন্মদিন তাদের বিয়ের আনন্দে নতুন মাত্রা যোগ করবে। ২০০৪ সালে হার্ভাড ইউনিভার্সিটির এক হলরুমে মার্ক তার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সূচনা করেন। আর ওই সময়েই হার্ভার্ডে পরিচয় হয় এই দম্পতির।পরে তারা ক্যালিফোর্নিয়ায় চলে আসেন। ফেসবুকের সদরদপ্তরও প্রতিষ্ঠা করেন এখানেই। দীর্ঘ ৯ বছর প্রেমের সম্পর্কে চুকিয়ে অবশেষে বিয়ে করলেন আন্তর্জাতিক এই তারকা দম্পতি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়