Sunday, February 5

কানাইঘাট বিএনপিতে ফের ভাঙ্গনের সুর

কাওছার আহমদঃ

সিলেট মহাসমাবেশকে ঘিরে কানাইঘাট বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্যের যে বন্ধন তৈরী হয়েছিল, ফের তা ভেঙ্গে গেছে। শহীদ জিয়ার জন্ম দিবস পালন ও টিঁপাই মুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বিভিন্ন দলীয় কর্মসূচী নিজ নিজ অবস্থান থেকে পৃথক ভাবে পালন করার মধ্য দিয়ে তার বহিঃ প্রকাশ ঘটেছে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলনের যে কর্মসূচী ঘোষণা করবেন কানাইঘাটের বিভক্ত দু’টি গ্র“প আলাদা ভাবে এসব কর্মসূচী পালন করবে।
সংশ্লিষ্টরা বলছেন, জাফলং লংমার্চ ও সিলেট মহাসমাবেশ কে সামনে রেখে জেলা বিএনপির নির্দেশে ঐক্যবদ্ধ হয়েছিলেন কানাইঘাটের বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচী সফলভাবে শেষ হওয়ার পর কৃত্রিম ঐক্যের খোলস ছেড়ে আগের অবস্থানে চলে যান তারা। প্রসঙ্গত: কানাইঘাট উপজেলায় ছোট-বড় কয়েকটি গ্র“প থাকলেও সক্রিয় রয়েছে দু’টি গ্র“প। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী, সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও চাকসুর সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ কে ঘিরে এই গ্র“পগুলোর সাংগঠনিক কর্মকান্ড আবর্তিত হচ্ছে। তাদের নেতৃত্বে দলের প্রায় সব নেতাকর্মীরা বহুদা বিভক্ত, আলাদা ভাবে পালন করা হয় দলীয় সব কর্মসূচী ও। সূত্র জানায়, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে সাবেক ছাত্র নেতা মামুনুর রশিদ সব গ্র“পকে একই প্লাটফর্মে আনার চেষ্ঠা করছিলেন কিন্তু তার সে চেষ্ঠা তেমন ফলপ্রসু হয়নি। মাঝপথে অদৃশ্য শক্তি দেয়াল হয়ে দাঁড়ায়। আর এর পিছনে জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর হাত রয়েছে বলে সাধারণ নেতাকর্মীরা মনে করছেন। তাদের কথা, কানাইঘাট বিএনপিতে ইলিয়াস আলী কারো উপর পুরোপুরি আস্থা রাখতে পারছেন না বলেই একক কর্তৃত্ব হারানোর ভয়ে তারই ইশারায় দলাদলী হচ্ছে। তৃণমূল পর্যায়ের একটি অংশ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহববুর রব চৌধুরী ফয়সল কে দায়ী করছেন। তাদের বক্তব্য হলো, নিকট আত্মীয় জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী পথ সুগম করতে ফয়সল আড়াল থেকে এসব কলকাঠি নাড়ছেন। উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা ুব্ধ হয়ে বলেন, ফয়সল চৌধুরী দলের ভিতরে ঘাপটি মেরে বসে জামায়াতের এজেন্ট হয়ে কাজ করছেন। এদিকে মামুনুর রশিদ আগামী জাতীয় সংসদ নির্বাচন কে টার্গেট করে নেতাকর্মীদের নিজের নিয়ন্ত্রনে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করছেন। তিনি কানাইঘাট-জকিগঞ্জের রাস্তা-ঘাট, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কর্মকান্ডে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও নির্বাচনী মাঠ অনুকূলে রাখার জন্য নেতাকর্মীদের টার্গেট করে কৌশল অবলম্বন করছেন। এমতাবস্থায় সাধারণ নেতাকর্মীরা দিক নির্দেশনাহীনতায় ঘুরপাক খাচ্ছেন। ফলে দলের কোন কর্মসূচী সফল ভাবে পালন করতে পারছে না কানাইঘাট বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী কে ফোন করলে রিসিভ না করায় যোগাযোগ সম্ভব হয়নি। নেতৃবৃন্দ দলের স্বার্থ জলাঞ্জলী দিয়ে নিজের স্বার্থ কে প্রাধান্য দেওয়ায় দলের অস্তিত নিয়ে ত্যাগী নেতাকর্মীরা নিয়ে দুশচিন্তায় রয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়