Friday, February 3

কানাইঘাটে ৪৯ হাজার ভারতীয় রুপীসহ যুবক আটক

কানাইঘাট থানা পুলিশ গতকাল ৪৯ হাজার ভারতীয় রুপীসহ তহিদ উদ্দিন নামের এক যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই. শফিখ খান একদল পুলিশ ফোর্স নিয়ে গতকাল দুপুর অনুমানিক সাড়ে ১২টায় উপজেলার ৫নং বড়চতুল ইউপি’র পর্বতপুর গ্রামের রাস্তা থেকে এক অভিযান চালিয়ে তহিদ উদ্দিন (২৫) কে ৪৯ হাজার ভারতীয় রুপীসহ আটক করেন। আটক তৌহিদ উদ্দিনের বাড়ী কানাইঘাটের সীমান্তবর্তী ১নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতন পুঞ্জি গ্রামের শফিকুল হকের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তহিদ ঘটনার সাথে নিজে জড়িত থাকার পাশাপাশি ভারতীয় রুপী আমদানির সাথে সোনাতন পুঞ্জি গ্রামের আব্দুর রহমান, হারিছ উদ্দিন, বড়বন্দ গ্রামের বাবুল আহমদ ও নয়াখেল গ্রামের এবাদ উদ্দিন জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় এ.এস.আই আফসর আহমদ বাদী হয়ে তহিদ উদ্দিনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইনে একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকজন জানান, ভারতীয় রুপীসহ পুলিশের হাতে আটক তহিদ উদ্দিন ও তার অন্যান্য সহযোগিরা দীর্ঘদিন ধরে চোরাচালানী পেশার সাথে জড়িত রয়েছে। তারা কানাইঘাটের সীমান্তবর্তী সুরাইঘাট সোনাতন পুঞ্জি ও বেলেরতল এলাকা দিয়ে চোরাই পথে বাংলাদেশ থেকে রসুন, ভোজ্য তৈল, চাল, সুপারী, মেলামাইন দ্রব্য, ডিজেল, পেট্ট্রোল ভারতে পাচার করে আসছে। অবৈধ পথে ভারতীয় রুপি আদান-প্রদান ব্যবসার সাথে তারা জড়িতও রয়েছে। এ ব্যাপারে এস.আই শফিক খান বলেন, ভারতীয় রুপীসহ আটক তহিদ উদ্দিনের কাছ থেকে প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে অনেকের নাম বেরিয়ে এসেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়