Thursday, December 22

সাবেক এমপি এমআর মজুমদারের দাফন সম্পন্ন

কানাইঘাট-জকিগঞ্জের সাবেক সংসদ সদস্য ও সাবেক সচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব) মাহমুদুর রহমান মজুমদারের দ্বিতীয় জানাজার নামায গতকাল সকাল ১১টায় কানাইঘাট খেওয়াঘাট বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কানাইঘাটের গণ্যমান্য লোকজনসহ সর্বস্তরের মানুষ শরীক হন। জানাজায় অংশগ্রহনকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্রিগেডিয়ার মজুমদারের বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারন করে বলেন, তিনি আজীবন কানাইঘাট-জকিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে সিলেটবাসী ও কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নানা গুণের অধিকারী একজন বিজ্ঞ অবিভাবককে হারাল যা কখনো পুরন হওয়ার মতো নয়। এদিকে মরহুম ব্রিগেডিয়ার মজুমদারের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট-জকিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়কারী মামুনুর রশিদ মামুন, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ হান্নান, সমাজসেবী ডা. মোফজ্জিল হোসেন, সাবেক উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, উপজেলা বিএনপি’র সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম, নায়েবে আমীর মাওলানা আব্দুল মালিক, সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন প্রমুখ। জকিগঞ্জ নামাজে জানাজাঃ

নিজ পৈতৃক নিবাস জকিগঞ্জের বলরামের চকের নিজ বাড়ির পাশে বেলা ২টায় সর্বশেষ জানাযা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। সকাল থেকে জকিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখতে ভীড় জমান মরহুমের বাড়িতে। জানাজার আগে মরহুমের জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের ভাতিজা আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার এমপি, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, মরহুমের ছেলে তারেক আহমদ মজুমদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাবিক্ষর আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুক উদ্দিন আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব হোসেন চৌধুরী কয়েছ, কুয়েত আওয়ামী লীগ সভাপতি এমএ মুমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা লোকমান আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এমরান হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমদ, পৌর মেয়র মো. আনোয়ার হোসেন সুনাউল্লা, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আলতা লস্কর, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু, সমাজসেবক ইশতিয়াক চৌধুরী, জয়নাল আবেদীন, আব্দুল আহাদ প্রমুখ। জানাজায় ইমামতি করেন মুনসিবাজার মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মখদ্দস আলী। এম আর মজুমদারের ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ অব্যা্হত রয়েছে। শোক জ্ঞাপনকারীরা হলেন- মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশন জকিগঞ্জ শাখার সভাপতি একে আজাদ, সাধারন সম্পাদক এনামুল হক মুন্না, অর্থ সম্পাদক আজিজুর রহমান মেম্বার প্রমুখ। এছাড়া জকিগঞ্জ পৌরশহর ব্যবসায়ী কমিটি, নিসচা জকিগঞ্জ শাখা, জকিগঞ্জ পাবলিক লাইব্রেরীর নেতৃবৃন্দ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়