সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমদুর রহমান মজুমদার আর নেই। সোমবার রাতে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নাল্লিাহি ---- রাজিউন)। ৮৯ বছর বয়সে তিনি চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেটে নেমে আসে শোকের ছায়া। বাঙালী প্রথম বিগ্রেডিয়ার ও সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এম.আর মজুমদার বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের চাচা। গতকাল মঙ্গলবার ঢাকার শ্যামলিতে তার প্রথম জানাজা শেষে তার মরদেহ সিলেটে নিয়ে আসা হয়। আজ বুধবার সকাল ১১টায় সিলেটের কানাইঘাট উপজেলার খেয়াঘাটের কাছে তার দ্বিতীয় জানাযা এবং বাদ জোহর জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার মাদ্রাসা মাঠে তৃতীয় জানাযা শেষে গ্রামের বাড়ী জকিগঞ্জ উপজেলার বলরামের চক গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীন বাংলাদেশের পরিকল্পনার অভিযোগে পাক বাহিনী তাকে আটক করে পাকিস্থানে নিয়ে যায়। অমানুষিক নির্যাতন সহ্য করে তিনি ১৯৭৩ সালে দেশে ফিরে আসেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের চেয়ারম্যান, বিটিসি, বিএফআইডিসি, পিআইটি ও সচিবালয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের আমলে ১৯৮৬ ও ১৯৮৮ সালে দুই দফা তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। জকিগঞ্জ ও জৈন্তাপুরে তিনি স্কুল, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাটসহ বহু উন্নয়ন কাজ করেন। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য পাকিস্তান সরকার তাকে ‘টিকিইউ’ উপাধি ও পদক লাভ করেন। বিভিন্ন পত্রিকায় লেখালেখি ছাড়াও তার একাধিক গন্থ প্রকাশিত হয়েছে। এম আর মজুমদার তদানীন্তন ভারতের কাছাড় জেলার কাঠিহড়া থানার চন্ডিনগর গ্রামে ১৯২২ সালের ২৫ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। ওয়াজেদ আলী মজুমদারের ছেলে এম আর মজুমদার ভারত ত্যাগ করে তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে এসে ১৯৪৮ সালে পাকিস্তান মিলিটারী একাডেমীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে সেকেন্ড লেফটেন্যানেন্ট পদে কমিশন লাভ করেন।বিভিন্ন মহলের শোক : বিশিষ্ট রাজনীতিবিদ এমআর মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ-কানাইঘাটের সাংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, রূপালী ব্যাংক চেয়ারম্যান ও বেসরকারী সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্টপোষক ড. আহমদ আল কবির, বিএনপি নেতা ও শিক্ষাবিদ লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোহাম্মদ রশিদ হেলালী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাব্বীর আহমদ, ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, সাজনা সুলতানা হক চৌধুরী, পৌর মেয়র আনোয়ার হোসেন, জৈস্তাপুরের ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ তালুকদার, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতননের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বর্ণাঢ্য জীবনের অধিকারী এম আর মজুমদার বিশেষ করে জকিগঞ্জ-কানাইঘাট তথা সিলেট বাসীর অহংকার ছিলেন। জীবদ্দশায় বিভিন্ন ক্ষেত্রে দেশপ্রেমকে লালন করে দেশ ও মানুষের কল্যাণে তিনি কাজ করে গেছেন। তার মৃত্যুতে আমরা একজন খাঁটি দেশপ্রেমিক ব্যক্তিকে হারালাম। তারা মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাবেক এমপি এমআর মজুমদার আর নেই।
ছামির মাহমুদ :
একজন সত মানুষ ছিলেন
ReplyDelete