সিলেটের কানাইঘাট-দরবস্ত-চতুল রাস্তাটি দ্রুত সংস্কারের দাবীতে রাস্তা উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল শনিবার উপজেলা সদরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় রাস্তার দৈন্য দশা তুলে ধরে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে উক্ত রাস্তাটির সংস্কার ও বাস্তবমুখী কোন উন্নয়ন পদপে গ্রহন না করায় বর্তমানে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও পিচ উঠে যানবাহন ও সর্বসাধারণের চলাচলে সম্পূর্ণ অনুযোগী হয়ে পড়েছে। প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শত শত শিার্থীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তাদিয়ে যাতায়াত করে থাকে। প্রায়ই সড়ক দূর্ঘটনার কবলে পড়ে থাকেন যাত্রীরা। মানব বন্ধনে বক্তব্য রাখেন রাস্তা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুল হক, যুগ্ম আহ্বায়ক চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রশিদ মেম্বার, সদস্য সচিব মাওঃ আবুল হোসাইন চতুলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইফজালুর রহমান, সমাজসেবী মাওঃ আব্দুল করিম, ব্যবসায়ী এম.এ.মতিন, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান, ছাত্রনেতা জাকির হোসেন জাকারিয়া, মাওঃ খলিলুর রহমান, কামাল উদ্দিন ও কবির আহমদ প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়