Friday, December 9

কানাইঘাট সীমান্তে ভারতে পাচারকালে ১০৭ বস্তা বাংলাদেশী রসুন আটক

নিজাম উদ্দিন:

কানাইঘাট-সুরইঘাট বিজিবি ক্যাস্পের জওয়ানরা গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় কানাইঘাট সুরইঘাট সীমান্তের সোনাতনপুঞ্জি গ্রামের দূর্গম খাইবাড়ি এলাকা দিয়ে চোরাইপথে ভারতে পাচারকালে বাংলাদেশী ১০৭ বস্তা রসুন আটক করতে সম হয়েছে। বিভিন্ন সূত্র থেকে গোপন সংবাদের ভিত্তিতে সুরইঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আলাউদ্দিন ও হাবিলদার আজাদ জানতে পারেন বাংলাদেশ সীমান্তের ১৩০৭-১৩০৮ নং মেইন পিলারের আটশ গজ ভিতরে একদল চোরাকার-বারীচক্র ভারতে পাচারের জন্য সোনাতনপুঞ্জি গ্রামের খাইবাড়ি এলাকায় রসুন মজুদ করছে। খবর পেয়ে দ্রুত নায়েক সুবেদার আলা উদ্দিন ও হাবিলদার আজাদ একদল জওয়ান নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় খাইবাড়ি এলাকা থেকে ১’শ ৭ বস্তা চীন থেকে আমদানীকৃত বাংলাদেশী রসুন আটক করেন। এসময় বিজিবি জওয়ানদের অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত রসুন সুরাইঘাট বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। এ ব্যাপারে সুরাইঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আলাউদ্দিনের সাথে কথা হলে তিনি ১’শ ৭ বস্তা রসুন আটকের কথা স্বীকার করে বলেন, আজ জব্দকৃত রসুন আইনী প্রক্রিয়া শেষে তামাবীল কাষ্টমস্ অফিসে জমা দেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়