কানাইঘাটে রাস্তা সংস্কারের
দাবীতে পরিবহন ধর্মঘট পালিত
দাবীতে পরিবহন ধর্মঘট পালিত
সিলেটের কানাইঘাট-দরবস্ত ও গাজি বুরহান উদ্দিন সড়কসহ কানাইঘাট উপজেলার অভ্যন্তরীণ সকল পাকা ভাঙ্গাচুরা রাস্তা দ্রুত সংস্কার ও মেরামতের দাবীতে কানাইঘাটের ১১টি শ্রমিক সংগঠনের ডাকে গতকাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। পরিবহন ধর্মঘট সফলের ল্যে ভোর ৬টা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কানাইঘাট-দরবস্ত ও গাজী বুরহান উদ্দিন সড়কে'র অন্তত ২০টি পয়েন্টে রাস্তা অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করেন। দীর্ঘদিন ধরে বিশেষ করে জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-দরবস্ত সিলেট রাস্তাটির কোন ধরনের সংস্কার বা মেরামতের উদ্যোগ গ্রহণ না করায় বর্তমানে রাস্তাটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কানাইঘাটে নজির বিহীন এ পরিবহন ধর্মঘট চলাকালে সবধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। ধর্মঘট শেষে দুপুর ১২টায় উপজেলা সদরে সর্বস্থরের শ্রমিকদের উদ্যোগে এক বিােভ মিছিল বের হয়। মিছিল পরবর্তী কানাইঘাট উত্তর বাজারে আয়োজিত শ্রমিক সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক এম.এ.হান্নান, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা ফিরোজ আহমদ, খলিলুর রহমান, জসিম উদ্দিন, আব্দুল খালিক কালাই, জিয়া উদ্দিন, শরীফ উদ্দিন, কুতুব উদ্দিন, মাসুম আহমদ, আবিদুর রহমান, এবাদুর রহমান লালই, আলমগীর, শামীম আহমদ, মামুন রশিদ, মঈনুল ইসলাম, জামাল আহমদ, ইসলাম উদ্দিন। এছাড়া বিভিন্ন পেশার লোকজন ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন। সভায় পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আগামী ৭২ ঘন্টার মধ্যে কানাইঘাটের সকল ভাঙ্গাচুরা রাস্তা সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহন না করা হলে লাগাতার পরিবহন ধর্মঘটের হুমকি দেন। এদিকে গতকাল সিলেট-৫ আসনের সরকার দলীয় এমপি আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার উপজেলা পরিষদ মিলনায়তন হলে বাংলাদেশ মাধ্যমিক শিক সমিতি কানাইঘাট শাখার উদ্যোগে আয়োজিত কানাইঘাটের নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা ও ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও পরিবহন ধর্মঘটের কারনে তিনি আসেন নি। উল্লেখ্য যে, গতকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য রবিবার গভীর রাত পর্যন্ত কয়েক দফা উপজেলা আ'লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান ও পৌর আ'লীগের আহ্বায়ক জামাল উদ্দিনসহ আ'লীগের অন্যান্য নেতর্ৃবৃন্দ শ্রমিক সংগঠনের নেতর্ৃবৃন্দের সাথে বৈঠকে বসলেও শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেনি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়