Thursday, September 8

ডাক্তার ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি
কানাইঘাটে দু'গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা
কাওছার আহমদ


কানাইঘাটে ডায়রিয়ায় আক্রান্ত এক বছরের শিশুকে চিকিৎসা দিতে বিলম্ব হওয়ার ঘটনার জের ধরে ডাক্তারের সঙ্গে রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে পৌরসভার ডালাইচর ও বিষ্ণুপুর গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার বিকেলে পৌরসভার বিষ্ণুপুর গ্রামের সৌদি প্রবাসী আবদুর রাজ্জাকের শিশুপুত্র নাইফ ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. উৎপুলেন্দু বিশ্বাসের প্রাইভেট চেম্বারে নিয়ে যান। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পরও চিকিৎসার কোনো সুযোগ না পেয়ে রাজ্জাক অভ্যর্থনার দায়িত্বে থাকা নিখিল চন্দকে অনুরোধ করলে সে রাগান্বিত হয়ে প্রাইভেট ডাক্তারকে বাড়িতে নিয়ে সন্তানের চিকিৎসা করানোর জন্য বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে চেম্বার থেকে ডা. উৎপুলেন্দু বেরিয়ে এসে প্রবাসী রাজ্জাককে থাপ্পড় মারেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে ডাক্তার বিশ্বাস কপালে আঘাত পান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়