Thursday, September 15

চতুল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

আব্দুল্লাহ আল নোমান:

কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী বাজার চতুল বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১১-২০১২ সেশনের নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে বুধবার সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে সকাল ১০.০০ঘটিকা হতে বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য ভোট সেন্টারে অতিরিক্ত এক প্লাটুন পুলিশ মোতায়ন করা হয়। মোট ৭০০ ভোটারের মধ্যে ৬৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচন কমিশনার মোঃ শাহাব উদ্দীন ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ২০১১-১২ইং সেশনের জন্য সভাপতি নির্বাচীত হন মোঃ আব্দুর রশীদ প্রাপ্ত ভোট ২৭২ তার নিকটতম প্রতিদ্ধন্ধী ছিলেন মাওঃ মোশতাক আহমদ প্রাপ্ত ভোট ২১৩, সাধারণ সম্পাদক পদে নির্বাচীত হন মোঃ সুলতান করিম প্রাপ্ত ভোট ৩৩৭ তার নিকটতম প্রতিদ্ধন্ধী ছিলেন মোঃ আব্দুন নূর প্রাপ্ত ভোট ১৯৪, কোষাদক্ষ পদে নির্বাচীত হন মাহমুদ আলী প্রাপ্ত ভোট ৩০১ তার নিকটতম প্রতিদ্ধন্ধী ছিলেন আবুল হাসনাত প্রাপ্ত ভোট ২৫৯, সদস্য পদে নির্বাচীত হন যথাক্রমে মোঃ মোশতাক আহমদ প্রাপ্ত ভোট ৩৯৯, জয়নাল আবেদীন প্রাপ্ত ভোট ২৬৫, হোসাইন আহমদ প্রাপ্ত ভোট ২২৩, আলা উদ্দীন প্রাপ্ত ভোট ২১৭, প্রফুল্ল রঞ্জন দাস প্রাপ্ত ভোট ২১৬, হারুন রশীদ প্রাপ্ত ভোট ১৯০। বড়চতুল ইউ/পি চেয়ারম্যান মুবশ্বীর আলী চাচাই, চারিকাটা ইউ/পি চেয়ারম্যান আব্দুল হক সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিগণ ভোট কেন্দ্র পরিদশূন করেন। উল্লেখ্য যে, দীর্ঘ পাঁচ বছর প্রতিক্ষার পর গত ২৭ শে আগষ্ঠ উক্ত নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ৩ জন , সাধারণ সম্পাদক পদে ৬ জন, কোষাদক্ষ পদে ৩ জন, ও সাধারণ সদস্য পদে ২০জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ায় সকল প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে নির্বাচীত প্রতিনিধিদের সকল কাজে সহযোগীতার আশ্বাস দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়