Wednesday, August 3

নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান
সেবার মনোভাব নিয়ে জনগণের অর্পিত

দায়িত্বসততা ও নিষ্ঠার সাথে পালন করুন
------------জেলা প্রশাসক।


নিজাম উদ্দিন/কাওছার আহমদ:

সিলেটের নবাগত জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ল্যে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড ও সেবা নিশ্চিত করার জন্য সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য যুগান্তকারী প্রদপে গ্রহন করেছেন। তিনি আরো বলেন, জনগণ যে আশা প্রত্যাশা নিয়ে তাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছেন, সেবার মনোভাব নিয়ে তাদের প্রত্যাশা পূরণে আপনাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে এলাকার অবকাঠামো নির্মাণ, শিার প্রসার, জনসংখ্যা নিয়ন্ত্রন, পরিবেশ রায় বৃরোপণ কর্মসূচি গ্রহন এবং নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। জেলা প্রশাসক গতকাল বেলা ২টায় ইউটিডিসি হলে কানাইঘাট উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রথমে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল সকল ইউপি চেয়ারম্যানবৃন্দকে এবং পরে নির্বাহি কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী ইউপি সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসন কানাইঘাটকে শান্তির জনপদ আখ্যায়িত করে বলেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিকারী সকল প্রার্থী এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রশাসন অত্যান্ত অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপহার দিতে সম হয়েছে। এজন্য তিনি উপজেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন এবং জনগণের পাশে থেকে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল ইসলাম এবং যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামানের যৌথ পরিচালনায় শপথ গ্রহন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা) শাহাব উদ্দিন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি প্রভাতি রানী দাস। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়