কানাইঘাটে এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল
৩টি এ-প্লাস সহ পাশ করেছেন ৩০৭শিক্ষার্থী
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচ এসসি পরীায় কানাইঘাটে আশানুরূপ ফলাফল লাভ করায় শিার্থী, অভিভাবক ও শিকদের মধ্যে আনন্দ - উল্লাস বইছে। কানাইঘাটে মোট পরীার্থী ৩৬৪ জনের মধ্যে ৩০৭জন পাশ করেছে। এর মধ্যে কানাইঘাট ডিগ্রি কলেজে ২০০জনের মধ্যে ৩টি এ-প্লাস সহ ১৭০, গাছবাড়ি আইডিয়াল কলেজে ৮৫ জনের মধ্যে ৬২, মানিক নাহার মেমোরিয়াল কলেজে ৭৯ জনের মধ্যে ৭৫জন পরীার্থী কৃতকার্য লাভ করে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়