Tuesday, July 26

পাল্টাপাল্টি কর্মসূচীর জের ধরে কানাইঘাটে গাছবাড়ি

বাজারে আয়োজিত প্রতিবাদ সভাস্থলে ১৪৪ ধারা জারি

কানাইঘাটে এক স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহবান করায় স'ানীয় গাছবাড়ী বাজারে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।সমপ্রতি কানাইঘাটের গাছবাড়ি দর্জিমাটি গ্রামের জনৈক এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্র্ষণের ঘটনার সাথে জড়িত গাছবাড়িজামিউল উলূম কামিল মাদ্রাসার ফাজিলের ছাত্র কামাল আহমদকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে গাছবাড়ি সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল গাছবাড়ি উত্তর বাজারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ আহবান করেন। একই সময় মাদ্রাসার ছাত্ররা পাল্টা প্রতিবাদ সভার ডাক দিলে প্রশাসন সভাস'ল, গাছবাড়ি বাজার ও আশ-পাশ এলাকায় শানি-শৃঙ্খলা রক্ষার্থে বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন- ১৪৪ ধারা জারি করে। সরেজমিনে ঘটনা স'লে গেলে প্রত্যেক্ষদর্শীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৪ জুলাই মাদ্রাসার ছাত্র কামাল আহমদ ঐ তরুণীকে সিলেট শহরে একটি হোটেলে তুলে ধর্ষণ করলে এ ঘটনায় ঐ তরুণী কানাইঘাট থানায় মাদ্রাসা ছাত্র কামাল আহমদসহ দু’জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। গত রোববার সচেতন নাগরিক কমিটির ব্যানারে মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকায় মাইকিং করা হলে মাদ্রাসার ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা ষড়যন্ত্রকারীদের ইন্ধনে ঐ তরুণী মাদ্রাসার মেধাবী ছাত্র কামাল উদ্দিনের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মাদ্রাসার সুনাম ক্ষুন্ন হওয়ার প্রতিবাদে গতকাল সকাল ৯টার দিকে গাছবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল করে। পরে মাদ্রাসার ছাত্ররা সচেতন নাগরিক কমিটির সভাস'লে পাল্টা একই সময় প্রতিবাদ সভার ডাক দিলে দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খান ও ওসি (তদন-) রুহুল আমীনের নেতৃত্বে প্রথমে একদল ফোর্স গাছবাড়ি বাজারের সভাস'ল ও আশপাশ এলাকায় অবস'ান নেন। পরে শানি-শৃঙ্খলা জোরদার করতে গোলাপগঞ্জ থানা ও সিলেট শহর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ বাজারের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়। এক পর্যায়ে উত্তেজনাকর পরিসি'তি সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী সভাস'ল, গাছবাড়ি বাজারের আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এদিকে বিকেল ৪টায় সভাস'লে সচেতন কমিটির নেতৃবৃন্দ প্রতিবাদ সভা করতে গেলে কানাইঘাট থানার ওসি শফিকুর রহমান খানের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। এ সময় ওসি শফিকুর রহমান খান মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে সচেতন কমিটির নেতৃবৃন্দ সভাস'ল ত্যাগ করে বাজারের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মানব বন্ধন করে। মানব বন্ধনে সচেতন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক ওলিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ, সমাজ সেবী উমর আলী, আ’লীগ এমাদ উদ্দিন মানিক সিলেট বারের আইনজীবী এডভোকেট মামুন রশিদ, এডভোকেট আব্দুস সাত্তার, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার বখত রাজু ও হারুন রশিদ। অপরদিকে মাদ্রাসার ছাত্ররা জানিয়েছেন, এলাকার চরিত্রহীনা ঐ তরুণীকে দিয়ে একটি কুচক্রী মহল মাদ্রাসার মেধাবী ছাত্র কামাল আহমদের উপর মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে মাদ্রাসার সুনাম বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা ছাত্রের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গাছবাড়ি বাজারে গতকাল সকালে শানি-পূর্ণ মিছিল করে বিকেলে উত্তর বাজারে প্রতিবাদ সভার ডাক দিলে প্রশাসন সভাস'লে ১৪৪ ধারা জারি করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়