কানাইঘাট বাজার অগ্রগামী সমবায় সমিতি
পরিদর্শন করলেন সিলেট বিভাগীয় কর্মকর্তা
আব্দুন নূর:
কানাইঘাট বাজার অগ্রগামী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেছেন সমবায় সিলেট বিভাগ অধিদপ্তরের উপ-নিবন্ধক মোঃ কামাল উদ্দিন আহমদ। গত সোমবার২৫ জুলাই তিনি কানাইঘাট বাজারস্থ সমবায় সমিতির অফিসে এসে প্রতিষ্ঠানের যাবতীয় খাতাপত্র পরিদর্শন করেন এবং সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতির খোঁজ-খবর নেন। এ সময় সমিতির সেক্রেটারী আব্দুন নূর ও কোষাধ্য নজরুল ইসলাম রোকন স্বাবলম্বি হওয়ার উদ্দেশ্যে সমিতির সদস্যবৃন্দের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণ, স্যানিটেশন, মৎস্য চাষ ও বৃরোপন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। বিভাগীয় উপ-নিবন্ধক মোঃ কামাল উদ্দিন আহমদ প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণে সন্তোষ প্রকাশ করেন। তিনি সমিতির সকল সদস্যের উদ্দেশ্যে বলেন, 'সমবায় শক্তি, সমবায় মুক্তি'। আপনারা সমবায় সমিতির মাধ্যমে নিজেকে স্বাবলম্বি করার পাশাপাশি সমাজ ও জাতীয় পর্যায়ে অবদান রাখবেন। সে ল্যে অধিক লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, পরিদর্শক মিছবাহ উদ্দিন, আব্দুর রহমান, সাংবাদিক এখলাছুর রহমান, নিজাম উদ্দিন, কাওছার আহমদ, সমবায়ী আব্দুল হান্নান লাল পীর, মোহাম্মদ আলী, সিরাজ মিয়া প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়