Monday, July 25

কানাইঘাটে সীমান্তিক এর ম্যালেরিয়া

প্রতিরোধক কীটনাশকযুক্ত মশারী বিতরণ উদ্বোধন

সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা উত্তরনে সবাইকে সমন্বিত প্রচেষ্ঠা চালাতে হবে - রুপালী ব্যাংক চেয়ারম্যান ড. আহমদ আল কবীররুপালী ব্যাংকের চেয়ারম্যান ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক’ এর প্রধান পৃষ্টপোষক ড. আহমদ আল কবীর বলেছেন দেশের অর্থনৈতিকপ্রবৃদ্ধিতে সিলেট দীর্ঘদিন ধরে ব্যাপক অবদান রেখে চলেছে। কিন্তু সেই অবদানের তুলনায় অতীতে এ অঞ্চলটি তার কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। মানবসম্পদ উন্নয়নসহ মৌলিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের ক্ষেত্রে সিলেট বরাবরই উপেক্ষিত ছিল। তিনি বলেন সিলেটের দীর্ঘদিনের এ বঞ্চনা থেকে উত্তরনের জন্য জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পেশাজীবী, সরকারী-বেসরকারী সংস'াসহ সর্বস'রের দেশপ্রেমিক জনগোষ্টিকে সমন্বিত প্রচেষ্ঠা চালাতে হবে। তিনি রোববার কানাইঘাট উপজেলা সদরে ইউটিডিসি হলে সীমানি-ক এর ম্যালেরিয়া কন্ট্রোল প্রকল্প এর উদ্যোগে উপজেলার দরীদ্র জনগোষ্টির মধ্যে ম্যালেরিয়া প্রতিরোধক কীটনাশকযুক্ত মশারী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা স্বাস'্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ড. আহমদ আল কবীর আরো বলেন সীমানি-ক তার জন্মলগ্ন থেকে এ অঞ্চলের মানুষের সেবায় বিশেষ কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস'্যসেবায় সীমানি-কের প্রচেষ্ঠা ব্যাপক অগ্রগতি সাধনে সক্ষম হয়েছে। তিনি বলেন আর্থিক লাভের কথা বিবেচনায় না রেখে কেবল মানবসেবার উদ্দেশ্যে সংস'াটি নিরলস কাজ করে যাচ্ছে। জকিগঞ্জ-কানাইঘাটের পশ্চাৎপদতা কাটাতে সবাইকে নিজ নিজ অবস'ান থেকে কাজ করার আহবান জানান ড. আহমদ আল কবীর। এলক্ষ্যে আগামী ৩ মাসের মধ্যে জকিগঞ্জ শহরে রুপালী ব্যংকের শাখা স'াপনের ঘোষনা দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদেও চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, পৌর মেয়র লুৎফুর রহমান, সিলেট উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার বীনা দাস, কানাইঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাতবাক ইউপি চেয়ারম্যান মুস-াক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রফিক আহমদ, লক্ষিপ্রসাদ ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ডাঃ মানিক ও লক্ষিপাশা ইউপি চেয়ারম্যান এ কে ফয়েজ উদিদ্দন। অনুষ্ঠানে উপজেলার দরীদ্র জনগোষ্টির মধ্যে ম্যালেরিয়া প্রতিরোধক কীটনাশকযুক্ত সাড়ে ১২ হাজার মশারী বিতরণ করা হয়

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়