কানাইঘাটে গরুর মাংস প্রতি কেজি চার শ'টাকা
কাওছার আহমদঃ
পবিত্র মাহে রমজান মাস আসার পূর্বেই কানাইঘাট বাজারের মাংস ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন। সমপ্রতি মাংস ব্যবসায়ীরা গরুর মাংস সহ অন্যান্য প্রাণীর মাংসের কেজি প্রতি ৮০/১০০টাকা দাম বাড়িয়ে দিয়েছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে নাভিশ্বাস উঠেছে। এ ব্যাপারে বার বার প্রশাসনের ধারস্থ হওয়ার পরও মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ধরনের পদপে গ্রহন না করায় বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৪০০/- টাকা ধরে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের অভিযোগ পবিত্র শবেবরাতের দিন কোন ধরনের পরীা নিরীা ছাড়াই রোগাক্রান্ত গরু ও মহিষ জবাই করে দু'প্রাণীর মাংস একত্রে মিশিয়ে প্রতি কেজি ৩৭০ থেকে ৪০০/- টাকা দরে বিক্রয় করেন এসকল অসাধু ব্যবসায়ী। সাধারণ মানুষ অসহায় হয়ে চড়াও দামে বিভিন্ন প্রাণীর মিশ্রিত মাংস কিনতে বাধ্য হন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমার দেখার নয়, তা পৌর কতর্ৃপরে। পৌর মেয়র লুৎফুর রহমানের সাথে কথা হলে তিনি অতিরিক্ত দামে মাংস বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, এব্যাপারে শীঘ্রই তিনি মাংস ব্যবসায়ীদের সাথে বৈঠক করে গরু, মহিষ ও খাসির মাংসের দাম ঠিক করে দেবেন। তারপরও অতিরিক্ত দামে কেউ যদি মাংস বিক্রি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাংস ব্যবসায়ীদের অভিযোগ গরু ও মহিষের দাম চড়াও হওয়ায় তারা বাধ্য হয়ে মাংসের দাম বৃদ্ধি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাংস ব্যবসায়ী জানান, ২/৩ জায়গায় বখরা দিতে হয়। বিশেষ করে স্যানেটারী ইন্সপেক্টরকে প্রত্যেক মাংস ব্যবসায়ী প্রতি সপ্তাহে ১হাজার টাকা করে বখরা দিতে হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়