Wednesday, July 20

স্কুল শিক্ষক বরখাস্তের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ! শ্রেণীকক্ষে তালা
কাওছার আহমদঃ
কানাইঘাট জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন এক সহকারী শিককে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ কোন কারণ ছাড়াই বরখাস্ত করেছেন। এ ঘটনায় বিুব্ধ শি্ার্থীরা কাস বর্জন করে শ্রেনীক েতালা ঝুলিয়ে দিয়েছে। এতে আজকের(২০জুলাই) প্রাক নির্বাচনী পরীা অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় লোকজন ও শিার্থীদের সাথে কথা হলে জানা যায়, সদ্য সমাপ্ত ৪নং সাঁতবাক ইউপি'র নির্বাচনে স্কুলের খন্ডকালীন সহকারী শিক ফরিদ আহমদ চেয়ারম্যান প্রার্থী বদরুল আমীনের প েনির্বাচনী কাজ করেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মস্তাক আহমদ পলাশ ও চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। এতে তিনি প্তি হন ঐ শিকের উপর। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ারম্যান প্রার্থী মস্তাক আহমদ পলাশের পরে লোকজন ঐ শিককে স্কুল থেকে বহিস্কারের হুমকি প্রদান করেন। প্রায় মাস খানেক পূর্বে মস্তাক আহমদের পরে কিছু লোকজন ঐ শিকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ছাত্রীদের সাথে ইভটিজিং এর অভিযোগ এনে ম্যানেজিং কমিটি বরাবরে একটি অভিযোগ দাখিল করেন। পরে বিষয়টি নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি ও স্থানীয় লোকজন বৈঠকে বসলে তা মিথ্যা প্রমাণিত হয়। সমপ্রতি স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ফান্ডে টাকার সমস্যা দেখিয়ে ঐ শিককে গত ১৫জুলাই স্কুল থেকে বরখাস্ত করলে শিার্থীরা ঘটনাটি মেনে নিতে পারেন নি। গতকাল বুধবার শিার্থীরা দিনভর তাদের প্রিয় শিকের পুর্নবহালের দাবীতে বিােভ মিছিল সহ স্কুল গেটে তালা ঝুলিয়ে দেয়। কয়েকজন শিার্থীদের সাথে কথা হলে তারা বলেন সব বিষয়ের পারদর্শী ও স্বনামধন্য এ শিককে প্রতিহিংসাপরায়ণ হয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মস্তাক আহমদ পলাশসহ অন্যান্যরা বরখাস্ত করেছেন। তারা আরো বলেন, প্রয়োজনে চাঁদা তুলে তাদের প্রিয় শিকের বেতন ভাতা প্রদান করবে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক সিবি্বর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ম্যানেজিং কমিটির সিদ্বান্তে খন্ডকালীন শিক ফরিদ আহমদকে স্কুল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে শিকদের কোন সংশ্লিষ্টতা নেই। শিার্থীদের কতর্ৃক স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি স্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে শিা্র্থীদের কাসে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদপে গ্রহন করা হবে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মস্তাক আহমদ পলাশ জানান, কোন ধরনের প্রতিহিংসা পরায়ণ হয়ে ঐ খন্ডকালীন শিককে বরখাস্ত করা হয়নি। তিনি একজন ভাল শিক তবে সমপ্রতি তিন জন নতুন সহকারী শিক স্কুলে নিযোগ দেওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্বান্তে খন্ডকালীন শিক ফরিদ উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া স্কুলের শিার্থী কতর্ৃক মিছিল, মিটিং ও কাস বর্জনের ঘটনার জন্য তিনি প্রধান শিককে দায়ী করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়