Thursday, June 23

নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলামকে কানাইঘাট দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বিভিন্ন মহলের অভিনন্দন

কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বেসরকারী মাধ্যমিক শিক সমিতির সভাপতি মাষ্টার ফয়জুল ইসলাম ৪নং সাঁতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গত মঙ্গলবার রাত ৯টায় কানাইঘাট পূর্ববাজার অস্থায়ী কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে তাঁকে কমিটির নেতৃবৃন্দ অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ডাঃ হোসেইন আহমদ, প্রভাষক আহমদ হোসেইন,আলিম উদ্দিন,সাংবাদিক নিজাম উদ্দিন, মাহবুবুর রশিদ। অপরদিকে তাকে অভিনন্দন জানিয়েছেন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মামুন আহমদ, বীরদল এন.এম.একাডেমীর প্রধান শিক জার উল্লাহ,সহকারী প্রধান শিক মো:মহিউদ্দিন, ছোটদেশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক মোফজ্জিল আলী, বড়দেশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক নুরউদ্দিন, চরিপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক মুজম্মিল আলী, সুরতুননেছা মেমোরিয়েল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক সাজ উদ্দিন সাজু সাংবাদিক কাওছার আহমদ, আব্দুন নুর প্রমুখ। ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়