Thursday, June 30

কানাইঘাটে রেবের হাতে ভারতীয় ১৬
হাজার রুপিসহ এক মাদ্রাসা ছাত্র আটক

রেব-৯ এর একটি টিম গত বুধবার রাত ৮টায় সিলেটের কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউপির সাতঘরী গ্রামের সফিকুল হকের পুত্র চরিপাড়া মুহিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুশ শাকুর (২৩) কে ভারতীয় ১৬ হাজার ২০ রুপিসহ আটক করে গত বুধবার কানাইঘাট থানায় সোপর্দ করেছে। জানা যায়, সাতঘরী গ্রামের সফিকুর রহমানের পুত্র আব্দুশ শাকুর (২৩) কে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি টিম বুধবার রাত ৮টায় দলইমাটি-চরিপাড়া রাস্তা থেকে আটক করে দেহ তল্লাশী করে ১৬ হাজার ২০ রুপি ভারতীয় টাকাসহ আটক করে র্যাব-৯ এর সদর দপ্তরে নিয়ে যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুস শাকুর কে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্থান্তর করে র্যাব। এদিকে র্যাবের হাতে ভারতীয় রুপিসহ গ্রেফতারকৃত মাদ্রাসা ছাত্র আব্দু শাকুর নিজেকে নির্দোষ দাবী করেছে। থানা হাজতে স্থানীয় সাংবাদিকদের কাছে সে জানায় ষড়যন্ত্র করে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ফুফুতো ভাই শমসের একটি পলিথিনের ব্যাগ তার হাতে দিয়ে চাপনগর গ্রামের আলিম উদ্দিনের নিকট পৌছে দেয়ার কথা বলে পরিকল্পিত ভাবে র্যাব দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে তিনি বিষয়টি র্যাব ও পুলিশের উধর্্বতন কর্মকর্তা দ্বারা তদন্তের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়