কানাইঘাট পৌরসভার প্রকল্প বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে কানাইঘাট পৌর এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, ড্রেনেজ ও বজর্্য ব্যবস্থাপনার আওতায় আনার ল্যে খসড়া মাষ্টার প্ল্যানের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উধর্্বতন কর্মকর্তা পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলারদের উপস্থিতিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে উল্লেখিত প্রকল্প বাস্তবায়নের চিত্র তুলে ধরে কর্মশালায় প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন সিলেট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাদির চৌধুরী ও বাবুল আখতার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এমরান হুসেনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান। কর্মশালায় পৌর এলাকার জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার উপর মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক আহমদ, জালাল আহমদ, পৌর বিএনপির সভাপতি হাজী ইফজালুর রহমান, সমাজসেবী আলাউদ্দিন মামুন, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল হেকিম শামীম, সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে, বাংলাদেশের ১২টি পৌরসভার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে উক্ত প্রকল্প সমূহ বাস্তবায়নের অধীনে কানাইঘাট পৌরসভাকে অন্তর্ভর্ূক্ত করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হবে বলে পৌর মেয়র লুৎফুর রহমান জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়