কানাইঘাট উপজেলার ৩নং দীঘিরপার ইউনিয়নের ছত্রনগর গ্রামে গত রবিবার গভির রাতে স'ানীয় সড়কের বাজারের এক ধনাঢ্য ব্যবসায়ীর বাড়ীতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ১৫/১৬ জনের একদল সশ্বস্ত্র ডাকাতদল ঐ ব্যবসায়ীর এক তলা পাকা বাড়ির কলাপ্সেবল গেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অনুমানিক ১১লক্ষ টাকা এবং ৩০ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। গতকাল সকালে সরজমিনে ঘটনাস'লে গেলে বাড়ির গৃহকর্তা হাজী সৈয়দুর রহমান ও তার পুত্র সড়কের বাজারের আল রহমান ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও কাতার প্রবাসী মোঃ আব্দুল্লাহ জানান, রবিবার রাত অনুমানিক সাড়ে ৩টার সময় ১৫/১৬জনের একদল ডাকাত ঘরের কলাপ্সেবল গেইটের তালা ভেঙ্গে প্রথমে বাড়ির গৃহ পরিচারক কুতুব উদ্দিনের হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা গৃহকর্তা সৈয়দুর রহমানের কক্ষে প্রবেশ করে তাকেসহ পরিবারের নারী-পুরুষ সবাইকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে রাখে। এ সময় ডাকাতরা বাড়ির মহিলাদের গলায়-কানে-হাতে থাকা স্বর্ণালঙ্কার জোর পূর্বক ভাবে কেড়ে নিয়ে একে একে পাকা বাড়ির ৮টি কক্ষে প্রবেশ করে ৪টি কক্ষের ১১টি কাঠের সোকেস, আলমারী ও ওয়াডড্রফ ভেঙ্গে দামী জিসিনপত্র তছনছ ও ভাংচুর করে ফেলে রেখে বিভিন্ন স'ানে রক্ষিত ১১লক্ষ টাকা, ৩০ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল সেট লুট করে প্রায় আধ ঘন্টাব্যাপী ডাকাতি সংগঠিত করে বাড়ির সবাইকে টয়লেট রুমে আটকে রেখে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে তাদের আর্তচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে বাড়ির সবাইকে জিম্মি থেকে উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে ভোরে উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী ও পরে ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল সহ সড়কের বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার শত শত লোকজন ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাদের শান-না দেন ও ভিড় জমান। ডাকাতির ঘটনাটি গতকাল ভোরে কানাইঘাট থানা পুলিশ প্রশাসনকে অবহিত করার পরও থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খান ও ওসি তদন- রুহুল আমিন একদল পুলিশ নিয়ে সকাল ১১টার সময় ঘটনাস'লে পৌঁছেন বলে স'ানীয় লোকজন জানান। এদিকে ধনাঢ্য ব্যবসায়ীর বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। স'ানীয় লোকজন জানান, কানাইঘাট ও জকিগঞ্জ থানা পুলিশের পেট্রল ডিউটিরত পুলিশ ফোর্সের টহল সত্বেও জকিগঞ্জ-সিলেট সড়কের পাশে এবং সড়কের বাজারের অদূরে অবসি'ত ব্যবসায়ীর বাড়িতে নির্বিঘ্নে ডাকাতি সংগঠিত হওয়ায় তারা হতবাক হয়েছেন। এ দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব বিজয় তালূকদার ও নবাগত সিলেট উত্তর সার্কেলের এ.এস.পি দিনা রাণী দাস গতকাল বেলা ১২টার দিকে ঘটনাস'ল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ব্যবসায়ী মো: আব্দুল্লাহ বাদী হয়ে গতকাল থানায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, সমপ্রতি কানাইঘাটের বিভিন্ন স'ানে বেশ কয়েকটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
কানাইঘাটে ধনাঢ্য ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি নগদ ১১লক্ষ টাকা, ৩০ভরি স্বর্ণালঙ্কার লুট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়