Tuesday, April 12

কানাইঘাটে ক্যারীকাব সহ গাছের ছাল আটক
কানাইঘাট উপজেলা বিট অফিসের কর্মকর্তারা গতশনিবার রাতে কানাইঘাট পূর্ব বাজারের ডাক বাংলো ডালাইচর সড়কে এক অভিযান চালিয়ে। ৩০বস্তা ভারতীয় মেন্দা (চ্যাং ফিসলা) গাছের ছাল আটক করেছে। দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারী চক্র কানাইঘাটের সীমান্তবর্তী লোভা নদী দিয়ে ভারত থেকে চোরাই পথে উক্ত গাছের ছাল নিয়ে এসে সিলেট শহর ও জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিল। গত শনিবার রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিট কর্মকর্তা মায়রুফ বিল্লার নেতৃত্বে এক অভিযান চালিয়ে ৩০বস্তা মেন্দা গাছের ছাল এবং বহন কারী (সিলেট, ছ-১১-০৯৯৩) নাম্বারের একটি ক্যারিকাব আটক করে বিট অফিসে নিয়ে যান। আটককৃত মেন্দা গাছের ছালের মূল্য অনুমানিক ৪০হাজার টাকা হবে বলে জানা গেছে। উক্ত গাছের ছাল দিয়ে মশার কয়েল এবং আগরবাতি তৈরি করা হয় বলে বিট কর্মকর্তা জানিয়েছেন। এ ঘটনায় বিট অফিসের কর্মকর্তা মায়রুফ বিল্লাহ বাদী হয়ে গতকাল বন আইনে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়