Thursday, April 28

কানাইঘাটে বিশ্ব ম্যালেরীয়া দিবস উদযাপিত

কানাইঘাটে সীমান্তিকের উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে গত সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ থেকে এক বর্ণাঢ্য রেলী বের হয়। রেলীটি বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা ইউ.টি.ডি.সি হলে গিয়ে শেষ হয়। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শামছুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ইউ.টি.ডি.সি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, ডাঃ অরুপ কুমার ভৌমিক, কানাইঘাট সীমন্তিকের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে জনগণের কাছ থেকে সংগৃহীত মশারি কীটনাশক মিশ্রিত পানিতে চুবিয়ে দেওয়া হয় এবং মশার উপদ্রব থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। বিকেল ৪টায় গণসচেতনতা সৃষ্টির ল্যে ম্যালেরীয়া সংক্রান্ত একটি জারি গানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়