উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য
কাওছার আহমদ:
সিলেটের কানাইঘাট উপজেলার শিক্ষাকার্যক্রম ভেঙ্গে পড়েছে। বিপর্যস্ত হচ্ছে শিক্ষা বিভাগ। হাজার হাজার মেধাবী শিক্ষার্থী প্রত্যাশিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অনেক প্রতিভা অকালেই ঝরে যাচ্ছে। শূন্যপদের ছড়াছড়ি আর বদলীজনিত কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হিসাব রক্ষকসহ গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘ দিন থেকে শূন্য থাকায় শিক্ষার হার দিন দিন নিম্নগামী হচ্ছে। এতে উপজেলাবাসী হতাশ। বর্তমানে উপজেলার শিক্ষার হার শতকরা ৪১.০২ যা সিলেটের অন্যান্য উপজেলার চেয়ে অনেক পিছিয়ে। সুষ্টু তদারকি ও পাঠদানের অভাবে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্টিত বিগত পরীাগুলোতে বোর্ডের সেরা বিশ স্কুলের মধ্যে কানাইঘাটের কোন শিক্ষা প্রতিষ্ঠানই স্থান দখল করতে পারেনি। এ ব্যর্থতার দায়ভার কে নিবে? স্বচ্ছল ও সচেতন অভিভাবকবৃন্দ তাদের সন্তানের উজ্জ্বল ভবিষৎ নিশ্চিত করতে দিন দিন নগর মুখী হচ্ছেন। এছাড়া বিদ্যালয় গুলোতে লেখাপড়ার গুনগত মান ভাল না হওয়ায় কোন সরকারী চাকুরীজীবি যোগদানের পর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এখানে থাকতে চান না। অন্যত্র বদলী হওয়ার জন্য বিভিন্ন অজুহাত দেখিয়ে তদবীর শুরু করেন। এসব সমস্যা থেকে উত্তরনের জন্য শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, উপজেলা শিক্ষা বিভাগের শূন্যপদ পূরণসহ বিবিধ সমস্যা নিয়ে উর্ধত্বন কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হলেও অদ্যাবধি কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয় নি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়