Sunday, March 13

কানাইঘাটে কম্পিউটার একাডেমীর সর্টিফিকেট বিতরণ করলেন মেয়র কামরান
দেলওয়ার হোসেন সেলিম:
কানাইঘাটের শারিরীক প্রতিবন্ধী বাহার উদ্দিনের পরিচালনায় এবং গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সিলেটের সহযোগীতায় কুইক লাক কম্পিউটার একাডেমীর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সমপ্রতি গাছবাড়ী কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। গাছবাড়ী জামি উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে এবং দণি বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ ও যুবনেতা নাজিম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুস্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট ৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার,রুপালী ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ডঃ আহমদ আল কবির,কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার মতিউল ইসলাম চৌধুরী,কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান,সিলেট সিটি কাউন্সিলার আজাদুর রহমান আজাদ,কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খান, কানাইঘাট পলি্ল উন্নয়ন অফিসার কামরুল হাসান, গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সিলেটের চেয়ারম্যান ডাঃ শাহ্ জামান চৌধুরী বাহার, ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান সইফ উল্লাহ ও সাতবাক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বিপুল সংখ্যক ছাত্র শিক, অভিবাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এ অনুস্টানে স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্টাতা সহসভাপতি সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ বিলাল উদ্দিন। অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এলাকাবাসীর প েএমাদ উদ্দিন মানিক,হামজা হেলাল,ফয়ছল আহমদ,আব্দুল কুদ্দুছ, কামাল উদ্দিন , জামিল আহমদ ও শ্রী শ্যামল চন্দ্র চন্দ। বদর উদ্দিন কামরান বলেন,শারিরীক প্রতিবন্ধীরা আজ সমাজের বোঝা নয়, তারা সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবন্ধী মানুষেরা ও উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে পারেন। তারই প্রমান বাহার উদ্দিন। শারিরীক প্রতিবন্ধী হলেও পড়াশোনা শিখে ব্যক্তিগত জীবনে যতেষ্ট দতার পরিচয় রেখে চলেছেন। তিনি বলেন,বাহার তুমি একা নও আমরা আছি তুমার পাশে । সিলেট ৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার বলেন, শারিরীক প্রতিবন্ধী বাহার উদ্দিন গ্রামীন জনপদে একজন কম্পিউটার প্রশিক হিসেবে প্রতিদিন বহু তরুন,যুবক ও শিতি বেকার লোকজনকে কম্পিউটার শেখাচ্ছেন । এতে স্বল্প খরচে স্থানীয় প্রশিণাথর্ীরা যেমনি উপকৃত হচ্ছেন, তেমনি ঘরে বসে বাহার প্রতিমাসে কয়েক হাজার টাকা উপার্জন ও করছেন। ডঃ আহমদ আল কবির বলেন,তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার এ যুগে তরুন যুবকদের কম্পিউটার শিখে নিজেদের বিকশিত করে দেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখার আহবান জানান। অনুস্টানে প্রতিবন্ধী বাহার উদ্দিনের পরিচালনায় এবং গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সিলেটের সহযোগীতায় কুইক লাক কম্পিউটার একাডেমীর ১৫ জন প্রশিণার্থীকে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি। অতিথিবৃন্দ প্রতিবন্ধী বাহার উদ্দিনের সুচিকিৎসা ও তার পরিচালনায় কুইক লাক কম্পিউটার একাডেমীর উন্নয়নে সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। #

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়