Thursday, February 10

কানাইঘাটের দুই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
গত সোমবার পৃথক দুটি ঘটনায় সিলেটের কানাইঘাট চতুল বাজারের এক স্বর্ণকার ও পান ব্যবসায়ী রহস্যজনক মৃতু্যর ঘটনায় বাজারের ব্যবসায়ী ও এলাকার সর্বত্র জনসাধারণের মধ্যে নানা গুঞ্জন ও উৎকন্ঠা দেখা দিয়েছে। স্বাভাবিক মৃতু্য না এ দু' ব্যবসায়ীর অন্য কারণে অস্বাভাবিক মৃতু্য হয়েছে তা নিয়ে জনসাধারণের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, চতুল বাজারের পান ব্যবসায়ী ৫নং বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের বৃদ্ধ আছাদুল হক (৬০) ব্যবসা শেষে গত রবিবার তার নিজ বাড়ীতে রাত ৯টার দিকে বাজার থেকে রওয়ানা হলেও বাড়ীতে ফিরে না যাওয়ায় তার স্বজনরা অনেক জায়গায় তাকে খুজে পাননি। গতকাল সকাল ৮টার দিকে চতুল বাজার সংলগ্ন হাজী খলিলুর রহমানের বাড়ীর পাশ্বর্ের শিম ঝাড়ের নিচে পান ব্যবসায়ী বৃদ্ধ আসাদুল হকের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তার স্বজনদের খবর দেন। অপর দিকে অনুরূপভাবে গত রবিবার চতুল বাজারের স্বর্ণ ব্যবসায়ী বি. বাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের স্বর্ণকার বৃদ্ধ ধনু মিয়া (৬১) ব্যবসা শেষে প্রতিদিনের মতো নিজ ব্যবসা প্রতিষ্ঠানে রাত্রীযাপনের পর গতকাল ফজরের নামাজ শেষে ব্যবসায়ী ধনু মিয়া পুনরায় ব্যবসা প্রতিষ্ঠানে শুয়ে পড়লে তার স্বজনরা ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার পরও উক্ত স্বর্ণ ব্যবসায়ী ফোন রিসিভ না করায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সরওয়ার জাহানের কাছে বিষয়টি অবহিত করা হলে তিনি সকাল ১১টায় বাজারের ব্যবসায়ীদের নিয়ে দোকানের দরজা ভিতরের দিকে তালাবদ্ধ দেখে অনেক ডাকাডাকি করার পরও স্বর্ণ ব্যবসায়ী ধনু মিয়ার কোন সাড়া-শব্দ না পাওয়ায় তারা বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে ওসি শফিকুর রহমান খান ঘটনাস্থলে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের দরজা ভেঙ্গে ভিতরে ধনু মিয়ার মৃত লাশ দেখতে পান। পরে পুলিশ উক্ত স্বর্ণ ব্যবসায়ী ধনু মিয়া ও পান ব্যবসায়ী আসাদুল হকের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে পোস্টমর্টেমের জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দু'ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে, কি কারণে তাদের মৃতু্য হয়েছে তা পোস্টমর্টেম রিপোর্টের পর জানা যাবে। তবে প্রাথমিক ভাবে এ দু ব্যবসায়ীর মৃতু্যর ঘটনায় কানাইঘাট থানায় পৃথক দু'টি অপমৃতু্য দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়